“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ সময়। এই সংগ্রামের মধ্য দিয়ে শুধু একটি স্বাধীন ভূখণ্ড অর্জন নয়, একটি স্বাধীন জাতিসত্তার অভূদয় ঘটে। বিশ্বব্যাপী বাঙালি ও বাংলাদেশ নতুন মাত্রায় অভিষিক্ত হয়। বাঙালি জাতির মহান মুক্তিসংগ্রামের উল্লেখযােগ্য তথ্য, ঘটনা, পরিস্থিতি, অবস্থা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক বহু বিষয় নিয়ে রচিত হয়েছে বর্তমান গ্রন্থটি। বাংলার বিভিন্ন বিদ্রোহ-ফকির ও সন্ন্যাস বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ওয়াহাবী আন্দোলন, ফরাজী আন্দোলন, সিপাহী বিদ্রোহ, নীল ও কৃষক বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন ও ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ ও মুসলীম লীগের প্রতিষ্ঠা, ঐতিহাসিক লাহাের প্রস্তাব, ভারত বিভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠা, বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত, যুক্তফ্রন্ট ও একুশ দফা, ঐতিহাসিক ছয় দফা, ৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পাকিস্তানে শেখ মুজিবের বিচার, সশস্ত্র মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নানামুখী বিশ্লেষণে রচিত হয়েছে এই গ্রন্থ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে। রচিত উল্লেখযােগ্য গ্রন্থের একটি এই বই। বইটি ব্যক্তি-পাঠক ও গ্রন্থাগারের জন্য উজ্জ্বল ও উল্লেখযােগ্য সংগ্রহ হিসেবে নিশ্চিতভাবেই দাবীদার ।
রফিকুল ইসলাম (১৯৪৩-) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেখাপড়া করেন। ভাষাতত্ত্বে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদনা করেন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়, মিনেসোটা বিশ্ববিদ্যালয়, মিশিগান-অ্যান আরবর বিশ্ববিদ্যালয় এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইস্ট ওয়েস্ট সেন্টরে। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সামরিক বাহিনীর বন্দীশিবিরে নির্যাতিত হন। ১৯৫৮ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও নজরুল গবেষণায় নিয়োজিত রয়েছেন। ‘নজরুল নির্দেশিকা’, ‘ভাষাতত্ত্ব’, ‘নজরুল জীবনী’, ‘শহীদ মিনার’, ‘বাংলা ভাষা আন্দোলন’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর’, ‘অ্যান ইন্ট্রোডাকশন টু কলোকোয়্যেল বেঙ্গালি’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য বই। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারসহ তিনি আরো অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।