"সিনেমা হলের গলি" বইটির ভূমিকা থেকে নেয়াঃ সিনেমা হলের যাত্রা আগে, না সিনেমা হলের গলির? সিনেমা হল হয়েছে বলেই কী সিনেমা হলের গলি তৈরি হয়েছে? নাকি গলিটি ছিল বলেই সিনেমা হল স্থাপন করা সম্ভব হয়েছে? সে চিন্তা কারও করার প্রয়ােজন হলে, তিনি করতে পারেন নির্ধিদ্বায়। যাদের ইচ্ছে নেই, তারা ঢুকতে পারেন এই গলিতে। এদেশের হাজারাে গলির মতােই এটি। মূল নাম হয়তাে অন্যকিছু ছিলাে। কিন্তু আমরা চিনি সিনেমা হলের গলি হিসেবে। গলির মােড়ের সিনেমা হলে অনেক গল্পে নির্মিত সিনেমা আসে। কোনওটা এক সপ্তাহ প্রদর্শিত হয়, কোনওটা বা দুই। বিশাল পর্দায় প্রদর্শিত সেইসব সিনেমার গল্প দেখার আকাঙ্খা নিয়ে হাজারাে দর্শক আসেন। দেখা শেষে তৃপ্তির ঢেকুর তুলে চলে যান। কিন্তু কারও জানা হয় না নির্মাণের অভাবে এই গলির ভেতরেই তারা ফেলে যাচ্ছেন কিছু গল্প। হয়তাে সেসব গল্প আহামরী না। হয়তাে সেলুলয়েডের রুপালী পর্দায় ঝকঝক করবে না। কিন্তু সেসব জীবনের গল্প জীবনের চেয়ে বর্নাঢ্য আর কী হতে পারে? জীবনঘনিষ্ট গল্পের চেয়ে ঝকঝকে আর কী হতে পারে? সিনেমা হলের জীবন আর সিনেমা হলের গলির জীবনের মূল পার্থক্য হলাে, সিনেমার জীবনের গল্পগুলােতে সম্পাদনা করে পরিমার্জন সম্ভব। সিনেমা হলের গলির জীবনের গল্পগুলাে সম্পাদনার বাইরে। পরিমার্জনতাে দূরের বিষয় ।
আমি আমার বিশ্বাসের প্রতিনিধি- এই মৌলিক বিশ্বাসেই মুলত ইশতিয়াক আহমেদের পথ চলা। ভালোবাসা থেকেই করা লেখালেখির সময় পার হয়ে গেছে এক যুগেরও বেশি। প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি। ২০০৯ সালে হোটেল বনলতা (আবাসিক), ২০১০-এ নেইলকাটার, ২০১১ তে ডেথসার্টিফিকেট, ২০১২ তে মাফলার, ২০১৩ তে আপেলশাস্ত্র, ২০১৪ তে নন্দিতা পরিবহন, ২০১৫ তে আদর্শলিপি, ২০১৬ তে সিনেমা হলের গলি, ৫০ গল্প (গল্প সংকলন), ২০১৭ সালে প্রকাশ পেয়েছে শিল্পী স্টুডিও। এর মাঝে একটি বেসরকারি এনজিও থেকে প্রকাশিত হয়েছে দুটি ছড়ার বই ফুঁ এবং আটটি মাছির টিম। আগে ‘ইশতিয়াক আহমেদ এবং তার ভাইব্রাদারদের গল্প’ এবং ‘স্বপ্ন আর ভালোবাসার ক্যাডারদের কবিতা’ নামে দুটি বই বের হয়েছে তার সম্পাদনায়। সম্পাদনা করেছেন অনেক পত্রপত্রিকাও। জন্ম ২২ নভেম্বর। সাংবাদিকতা করছেন দেশের শীর্ষ একটি জাতীয় দৈনিকে। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার দৌড় মাস্টার্স অবধি। গান এবং নাটক লিখছেন নিয়মিত। সম্প্রতি ঝুকছেন নির্মাণের দিকেও। দিনের অর্ধেক সময় ঢাকায় আর বাকী অর্ধেক নারায়ণগঞ্জে কাটানো ইশতিয়াক আহমেদ ভেতরে বাইরে প্রবলভাবে কাজে বিশ্বাসী। খুব একটা পাত্তা দেননা স্বপ্নটপ্নকে।