গ্রন্থভুক্ত সমাজতন্ত্রের বিপর্যয় : বিপ্লব ভাবনায় নয়া প্রেক্ষিত প্রবন্ধটি অন্যত্র পাঠ করে অধ্যাপক সরদার ফজলুল করিমের মন্তব্য : “ কী সুন্দর ঝরঝরে হাত এবং চিন্তার পরিচ্ছন্নতা। এমন পরিচ্ছন্ন প্রকাশের দক্ষতা খুব কমই চোখে পড়ে। কঠিন প্রশ্ন। কঠিন বিষয়। কিন্তু প্রাঞ্জল প্রকাশ। ” (ডেড কমিউনিজমের ভূত, দৈনিক জনকণ্ঠ, ২৮ এপ্রিল ২০০০) বস্তুত এই পরিচ্ছন্ন চিন্তা ও বলিষ্ঠ প্রাঞ্জল উপস্থাপনার পরিচয় বিধৃত রয়েছে হাসান শফি লিখিত সময়ের মুখোমুখির প্রায় প্রতিটি প্রবন্ধে। তা সে প্রবন্ধের বিষয় বামপন্থার ভবিষ্যৎ, সাম্প্রদায়িকতার স্বরূপ, মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধাপরাধীদের বিচার, গণতন্ত্রের অনুশীলন, শিল্প-সাহিত্য বিচারে মৌলবাদী ও বামপন্থী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা ইত্যাদি যা-ই হোক। লেখকের যুক্তি, মননশীলতা, অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ ক্ষমতার সঙ্গে তাঁর ভাষার ধার ও প্রকাশভঙ্গির স্বচ্ছতা মিলে প্রবন্ধগুলোকে আলাদা বৈশিষ্ট্যে মণ্ডিত করেছে। পাঠককে যা হয়তো অতিরিক্ত আকর্ষণ করবে তা লেখকের প্রতিবাদী, জিজ্ঞাসু ও বিতর্কপ্রবণ মনের পরিচয়।
হাসান শফি প্রাবন্ধিক, সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক। হাসান শফি লেখকের অন্যতম কলম-নাম। এই নামে তিনি সাধারণত সাময়িক প্রসঙ্গ ও রাজনৈতিক-সামাজিক বিষয়াদি নিয়ে লিখে থাকেন। জন্ম ১৯৫৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। এক সময় প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুকাল সাংবাদিকতাও করেছেন। বর্তমান পেশা শিক্ষকতা। দলীয় বা গোষ্ঠী আনুগত্যের বাইরে স্বাধীন চিন্তার জন্য পরিচিত। পাঠক সমাবেশ থেকে প্রকাশিতব্য লেখকের অপর গ্রন্থ রাজনীতিহীনতার রাজনীতি
Title
সময়ের মুখোমুখি : বামপন্থা, মক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে বিতর্কমূলক নিবন্ধের সংকলন
হাসান শফি (মােরশেদ শফিউল হাসান) : প্রাবন্ধিক, সমালােচক, গবেষক ও রাজনীতি বিশ্লেষক। হাসান শফি লেখকের অন্যতম কলম নাম। এই নামে তিনি সাধারণত রাজনৈতিক-সামাজিক বিষয়াদি নিয়ে লিখে থাকেন। জন্ম ১৯৫৩ সালের ২১ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি। অবসরপ্রাপ্ত অধ্যাপক। এক সময় বাম রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুকাল বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানেও দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। দলীয় ও গােষ্ঠী আনুগত্যের বাইরে স্বাধীন চিন্তার জন্য পরিচিত। হাসান শফি নামে প্রকাশিত তার কয়েকটি উল্লেখযােগ্য বই : ইসলাম ও মৌলবাদ : ধর্ম ও ধর্মের রাজনীতি, সময়ের মুখােমুখি, রাজনীতিহীনতার রাজনীতি, বিশ্বায়নের কবলে বাংলা ও অন্যান্য প্রসঙ্গ, আমাজন অরণ্যের বীর : চিকো মেন্দেস, শেখ মুজিবের আত্মজীবনী ও আরও কিছু প্রসঙ্গ প্রভৃতি।