ফ্ল্যাপে লেখা কিছু কথা He is the convener of Global Network to work on Gender Mainstreaming and Equality(GNWGM), founded in 2007 through and international training course on Gender and Development, in Nigeria. In May 18-20, 20011, he participated in South Asian Media Workshop on climate change adaptation, organized by ICMOD in Nepal. He took part in a good number of national and international training, seminar/conferences on gender and development, climate change, journalism, photography, public relation, human rights, health and social communication, nutrition, and development issues. He gathered long time experience through working on communication, public relations, blindness, disabilities and media issues in national and international reputed organizations. He in involved with different social cultural organizations include : Bangladesh public Relations Association of Social Communication (BASCOM), Bangladesh Girl Child Advocacy Form, Bangladesh lekhok Somiti, Bangladesh freelance photographers association, Dhaka theater moncho, negative blood group association of Bangladesh, Manikganj somiti, Manikganj shishu forum, etc.
দুই যুগের অধিককাল সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত। রেডিওতে বিভিন্ন বিষয়ে নিয়মিত কথিকা লিখে পাঠ করছেন, সমসাময়িক বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছেন। মাতৃভূমি, মাটি ও মানুষ তার লেখার মূল বিষয়। তার লেখা: Women climate change and food security in Bangladesh শীর্ষক প্রবন্ধ / রচনা আমেরিকার কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সাল থেকে পাঠ্য। জলবায়ু পরিবর্তন, পরিবেশ, অভিবাসন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি স্বাস্থ্য, কন্যা শিশু, মানবাধিকার, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের উন্নয়ন ইত্যাদি বিষয়ে মূলধারার বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত লিখছেন। গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা হিসেবে আমেরিকান আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। প্রায় দুই যুগ। বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করেছেন। উত্তর আফ্রিকার দেশ মরোক্কোতে জাতিসংঘের UNFCCC আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স COP (Conference of the Parties) ২২ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি নেপালে বাংলাদেশের বই মেলার উদ্যোক্তা। সাংবাদিকতা বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া ফেলোশিপ পেয়েছেন। বাংলা ও ইংরেজিতে তাঁর লেখা প্রকাশিত গ্রন্থ সংখ্যা আট। পারভেজ বাবুল ১৬ মার্চ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেছেন।