"গোপন প্রশ্ন প্রকাশ্য জবাব" বইটির সম্পর্কে কিছু কথা: অনেকে এমন আছেন, যারা সত্যের প্রতি আকৃষ্ট, তবে সত্য আসলে সত্য কি না তা অনুভব করতে হলে তাদের অন্তরের কিছু অন্ধকার গলি-খুঁজি জ্ঞানের আলােয় আগে প্লবিত করতে হয়। যারা একটু চিন্তাশীল ও জ্ঞানী, কিন্তু ছােটবেলা থেকে বিশ্বাসকে অভ্যাসে রূপান্তরিত করার সুযােগ পাননি, তাদের ক্ষেত্রে এমনটি হয়। তারা যদি তাদের অন্তরে উদিত বিশেষ কিছু প্রশ্নের সঠিক জবাব পেয়ে যান, তাহলে তারাই হয়ে থাকেন সেরা বিশ্বাসী। এই দৃষ্টিকোণ থেকে এই জাতীয় প্রশ্নের জবাব সন্ধান করা অবশ্যই জরুরি। বিশ্বাসের পথে চলতে গিয়ে আমাদেরকে জ্ঞানের চেয়েও বিশ্বাসের ওপর বেশি গুরুত্ব আরােপ করতে হয়। আর এভাবে অনেক সময়ে আমরা জ্ঞানকে এড়িয়ে চলি। কিন্তু বাস্ত বতা এবং জগতের উর্ধ্বমুখী গতিবিধি এক সময়ে এমন পরিস্থিতিকে আমাদের সামনে এনে হাজির করে, গভীর জ্ঞানের আলাে ছাড়া যার ভেতরকার রূপ দেখা যায় না, এবং তখন বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যকার দোলাচলে পড়ে ব্যক্তি বিশ্বাস হারাতে থাকে। এরূপ ক্ষেত্রে বিশ্বাসের আত্মরক্ষার প্রয়ােজনে কিছু গভীর জ্ঞানের প্রয়ােজন হয়। যারা চিন্তাশীল, তাদের মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যারা কোরআন অধ্যয়ন করে জ্ঞানার্জন করতে চান, কিন্তু দীর্ঘকাল আত্মত্যাগ ও সত্যনিষ্ঠার মাধ্যমে পথ চলার অভ্যাস থাকার কারণে কোরআনের বাণীর গভীরে প্রবেশ করা তাদের দ্বারা সহসা সম্ভব হয় । তারা বিশ্বাসের প্রান্তে দাঁড়িয়েও তাই ধর্মের সমুদ্রে ঝাপ দেয়ার সুযােগ পান না, শুধু অপেক্ষাই করতে থাকেন। এই জাতীয় ব্যক্তিদের ক্ষেত্রেও কিছু গভীর বা ফয়সালা মূলক জ্ঞান জরুরি। তা পেলে তারা সহজেই উঁচু মানের বিশ্বাসীতে রূপান্তরিত হতে পারেন। এই সব দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলতে হয় যে, এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলির উত্তর জানা মানবজাতির অধিকার। সেই জ্ঞানের অভাবে আমাদের অনেক জ্ঞানও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এরূপ কিছু প্রশ্ন নিয়েই এই বইটি।
প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন এস. এম. জাকির হুসাইন এর জন্ম ১৯৭১ সালের ৩১শে অক্টোবর, খুলনা জেলার এক ছোট্ট গ্রামে। বাবার দ্বারা প্রভাবিত হয়ে শিশু বয়সেই জ্ঞানচর্চা আর লেখালেখিতে উদ্বুব্ধ হন তিনি; অনানুষ্ঠানিকভাবে লেখালেখি শুরু করেন ৬ষ্ঠ শ্রেণী থেকেই। পড়ালেখায় তিনি ছিলেন দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এম.বি.এ এবং এমফিল সম্পন্ন করেন। এছাড়াও তার ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স ডিগ্রী আছে, এম.এস.সি করেছেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়েও। এস. এম. জাকির হুসাইন এর বই সমূহ ছোট-বড় সব বয়সের মানুষের জন্য পাঠোপযোগী। কর্মজীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করলেও লেখালেখিই তার মূল আকর্ষণ। ভাষার উপর দারুণ দখল থাকায় ইংরেজি ভাষা শিক্ষা, ব্যাকরণ, শ্রবণ এবং লিখিত দক্ষতার উপর তিনি অসংখ্য বই লিখেছেন। ভাষা শিক্ষার বইয়ের পাশাপাশি ‘বাংলাভাষা পরিক্রমা’, ‘ধ্যানের শক্তি ও নবজীবন’, ‘অন্ধকারের বস্ত্রাহরণ’ (দুই খণ্ড), ‘গোপন মৃত্যু ও নবজীবন’ ( দুই খণ্ড) ইত্যাদি বইও তার বই সমূহের মাঝে অত্যন্ত জনপ্রিয়।