"তুমিও পারবে" বইয়ের ফ্ল্যাপের লেখা: এমন কোনাে মানুষ খুঁজে পাবে কি যে কোনাে সমস্যার মুখােমুখি হয় নি? আমরা ছেলে-বুড়াে যেই হই না কেন, চাকরিজীবী থেকে ব্যবসায়ী, সাধারন মানুষ থেকে দেশের প্রেসিডেন্ট-সারাদিন হাজারাে সমস্যার সমাধান করতে হয় আমাদের। সমস্যাগুলাে আবার নানান ধরনের : গণিত পরীক্ষা পাশ করা থেকে কোম্পানির লাভ-লােকসান ঠিক করা। কেউ হয়তাে নিজের ওজন কমাতে চায় বা ভালাে ক্রিকেটার হতে চায় ইত্যাদি ইত্যাদি। সমস্যাটি ছােটবড় যাই হােক না কেন আমাদের উচিত দৃঢ় মনােবল নিয়ে সমাধানের দিকে এগিয়ে যাওয়া, সব বাধাবিঘ্ন পেরিয়ে লক্ষ্যে পৌঁছুনাের চেষ্টা করা। এবার একটা ভালাে খবর দেয়া যাক। সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পরীক্ষিত পদ্ধতি আছে যেগুলাে ব্যবহার করলে খুব সহজেই তােমার সমস্যার কার্যকরী সমাধান খুঁজে পাবে । সমাধান পদ্ধতিগুলাে এতটাই সহজ যে সব বয়সী মানুষই তা ব্যবহার করতে পারে। এ বইতে সেই বিশেষ পদ্ধতিগুলােকে নানান গল্পের ছলে উপস্থাপন করা হয়েছে। গল্পের চরিত্রগুলােকে নিয়ে নানা ধরনের স্কেচ ঘটনাগুলােকে আরও প্রাণবন্ত করেছে। ছেলেমেয়েরা আনন্দের সাথে এটিকে গ্রহণ করবে এবং খুব সহজে আত্মস্থ করতে পারবে।