মানুষ : মানুষ আর প্রকৃতি বিষয়ক পত্রিকা- সন্ত্রাস-মিডিয়া-যুদ্ধ সংখ্যা
সম্পাদনা : সেলিম রেজা নিউটন
আরব গেরিলাদের আক্রমণের লক্ষ্য মূলত পশ্চিমের ভোগবাদী সভ্যতার আরামআয়েশ, অবকাশ আর মুনাফার জায়গাগুলোতেই আরাম আর মুনাফার পেছনে রয়েছে গোত্রে গোত্রে দাঙ্গায় সিয়েরা লিয়নের জঙ্গলে জমে ওঠা একহাঁটু রক্ত, অনাহারে বিনাচিকিৎসায় মরা ইরাকের পাঁচ লাখ শিশু, নিহত ছেলের শিয়রে কালাশনিকভ হাতে-ধরা ফিলিস্তিনি মা। এই আরামে ব্যাঘাত ঘটানোই তো একটা পবিত্র দায়িত্ব, আর তা কমবেশি পালন করে চলেছেন আরব গেরিলারা। আর সব বাতাসের মতো এই বাতাসও বাংলাদেশে লাগে। সেলুনে ঝোলে লাদেনের ছবিঅলা ক্যালেন্ডার। সাইকেলের তালার চাবির রিং-এ ঝোলে লাদেন। মসজিদ থেকে বেরিয়ে একজাতীয় মোল্লা úোগান হাঁকে ‘বাংলা হবে আফগান, আমরা হব তালেবান’। বাতাসের ঝাপটায় আরও একটা যে-জিনিস বরাবরের মতো এবারও দৃষ্টিগোচর হয় সেটা হলো আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি। এদের একদল মুখে এমন ‘শান্তি-কল্যাণ’- মার্কা টেপ মেরে রাখে যা দেখেই সন্দেহ হয়; আরেক দল এত উচ্ছ্ব¡াসে দামামা বাজায় যে অবিশ্বাস না-করে উপায় থাকে না। এমন অবস্থায় বাংলাদেশের মতো সর্বার্থে গরীব দেশের ততোধিক গরীব মানুষদের একটা পক্ষ নিতেই হয়।
সেলিম রেজা নিউটন: ৩০শে জানুয়ারি ২০১৯ জন্ম: জানুয়ারি, ১৯৬৮, সৈয়দপুর, নীলফামারী বাড়ি নাটোর। পড়াশােনা গণযােগাযােগ ও সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই নিয়ে শিক্ষকতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'গত ২৪ বছর ধরে। লেখালেখি নানা কিছু নিয়ে। সম্পাদনা: ‘অ্যাভাসাে জানলি’, ‘মানুষ’ 'আশীর দশকের সামরিক স্বৈরতন্ত্রের আগাগােড়া রাস্তায় ছিলেন। জরুরি আইন অমান্য করার দায়ে জেল খেটেছেন ২০০৭ সালে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার প্রশ্নে। ইদানীং গানের লিরিক ও সুর রচনা করছেন টুকটুক করে। প্রথম কাব্যগ্রন্থ: পরিস্থিতির ' বিবরণ (উলুখড়, ২০১৫)।