"তুলনামূলক ধর্ম নৈতিকতা ও মানবকল্যাণ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বর্তমান বিশ্বে ধর্ম নিয়ে চলছে হিংসা, বিদ্বেষ আর রক্তক্ষয়ী সংঘাত এর হাত থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে বিভিন্ন সময়ে লেখা ১৪টি প্রবন্ধ নিয়ে বর্তমান গ্রন্থে যে সেব বিষয় আলােচিত হয়েছে তা হলাে : ‘তুলনামূলক ধর্মের স্বরূপ ও ক্রমবিকাশ’, গৌতম বুদ্ধের দুঃখ-দর্শন এবং পাশ্চাত্যের দুঃখ-দর্শনের তুলনা, হিন্দু ধর্মে আত্মার স্বরূপ সংক্রান্ত বিরােধী ধারণার মূল্যায়ন; বৌদ্ধ, জৈন ও শিখ। ধর্ম স্বতন্ত্র ধর্ম না-কি হিন্দু ধর্মের শাখা তার যথার্থতা বিচার, ধর্ম এবং ধর্মান্ধতার মধ্যে কোনটি সংঘাতের কারণ, বিভিন্ন মত ও পথের পিছনে লুকিয়ে থাকা যােগসূত্র, ধর্মে ধর্মে বিদ্বেষ দূরীকরণে বেদান্তের ভূমিকা, শংকরের দর্শন। সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারণার নিরষণ, সমকালীন জাপানীদের ধর্মবিশ্বাসের গতি-প্রকৃতি, আন্তঃধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা এবং শিখ ধর্মের উপর হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের প্রভাব সংক্রান্ত বিভিন্ন মতবাদের মূল্যায়ন। এবং গুরুনানকের আন্তঃধর্মীয় সম্প্রীতির দর্শন যে সংঘাতময় বিশ্বে শান্তি আনয়নের এক মহৌষধ তা নিয়েও আছে আলােচনা। প্রাচীনকাল থেকে সমকালীন বিশ্বে বহুল আলােচিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয়ের উদাতা যে গৌতম বুদ্ধ, বিশ্বের মানুষ তা জানে না। তাছাড়া গৌতম বুদ্ধ সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, সেই বিভ্রান্তিকর ধারণা দূরীকরণ একান্ত প্রয়ােজন। এ বইটি সেই প্রয়ােজনকে অনেকখানি পূরণ করতে সহায়তা করবে আশা রাখি।