হঠাৎ নারীকণ্ঠের কান্নাধ্বনিতে আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখি হালকা নীলাভ আলোর মধ্যে আমি এক অচেনা ঘরে শুয়ে আছি। এই বিছানা আমার নয়, এই বালিশ আমার নয়; মাথার কাছে টেবিল, টেবিলল্যাম্প, বইয়ের র্যাক-কিছুই আমার চেনাজানা নয়। অচেনা জায়গায় সহজে কারো ঘুম আসে! ধীরে ধীরে আমার চেতনা জেগে ওঠে, বেশ মনে পড়ে- আমারও কিছুতেই ঘুম আসছিল না। ঘুমিয়ে পড়ার পরামর্শ দিয়ে এবং সকালে সব কথা শোনার ইচ্ছে ব্যক্ত করে রাঙা ফুপু ঘর ছেড়ে যাবার পর আমি সুবোধ বালকের মতো শুয়ে পড়েছি। শীত একেবারেই নেই, তবু খরগোশের শরীরের মতো তুলতুলে কম্বলটা পায়ের উপরে বিছিয়ে ঘুমুতে চেষ্টা করেছি, আমাদের মফস্বলে এরই মাঝে শীতের ভালুক হামাগুড়ি দিয়ে এসে জাঁকিয়ে বসেছে। অথচ ঢাকায় তার নামগন্ধও নেই। দুটো বালিশে মাথা রেখে ঘুমোনো অভ্যেস আমার। এ ঘরের বিছানায় একটি মাত্র বালিশ। তাও এতই কোমল যে বালিশের মধ্যে এক সময় মাথা ডুবে যায়। আমি মাথা উঁচু করে বালিশটাকে দুমড়ে মুচড়ে নানান আকৃতিতে ভাঁজ করি, এপাশ ওপাশ করে নিদ্রার সাধনা করি। চোয়াল ভেঙে দীর্ঘ হাই ওঠে, ঘুম আসে না। শরীরে রাজ্যের ক্লান্তি, এমন নিরিবিলি পরিবেশে নিমিষেই ঘুম আসার কথা। কিন্তু আসে না।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।