আরিস নাবিলার ফেসবুক স্ট্যাটাস চুরি করে, চুরি করতে গিয়ে স্ট্যাটাসের মালিক নাবিলার প্রেমে পড়ে যায়। অন্যদিকে যুথি মেয়েটার আছে এক অন্য রকম ক্ষমতা, সে চাইলে কারো মনকে নিয়ন্ত্রণ করতে পারে। বিবাহিতা নন্দিনীর প্রেম এখনো পোড়ায় পুরান ঢাকার বাড়িওয়ালার ছেলেটিকে। বিবাহিত ব্যাচেলর হয়ে ঘর ভাড়া নেওয়া সেই ফটোগ্রাফার ছেলেটা এখনো ভালোবাসে মৃত ফারহানাকে। সুখের টানে নিজের প্রেমকে হত্যা করে মোহিনী নিজেই আটকে গেছে চোরাবালিতে। অন্যদিকে সাইফুলের মতো একাধিক প্রেম করা ছেলেটি, বোরকা পরা এক মেয়ের খপ্পরে পড়ে সবগুলো প্রেমিকার নাম চিরদিনের জন্য মনে গেঁথে ফেলেছে। এমন বেশ কিছু রোমান্টিক গল্পে সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয়েছে সোহানুর রহমান অনন্তের প্রথম গল্পগ্রন্থ ‘নীল ক্যাফের ভালোবাসা’। ইতিপূর্বে গল্পগুলো দেশের শীর্ষ জাতীয় দৈনিকে প্রকাশিত। মূলত রম্য লেখক হিসেবেই পাঠক মহলে বেশি পরিচিত অনন্ত। নিয়মিত জাতীয় পত্রিকায় লেখালেখি করছেন। পাশাপাশি রোমান্টিক গল্প লিখেও সুনাম অর্জন করেছেন তিনি। সোহানুর রহমান অনন্তের গ্রামের বাড়ির চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মুরাদপুর গ্রামে। পিতা মো. আব্দুল মালেক, মাতা মাজেদা বেগম। বর্তমানে ঢাকায় একটি জাতীয় দৈনিকে আর্টিস্ট হিসেবে কর্মরত আছেন।