ফ্লাপ ১ঃ ঢাকা শহরে বৃষ্টি হলে কোথা থেকে যেন একদল কাক এসে হাজির হয়। এরা কোন একটি বাড়ির কার্নিশে গিয়ে দল বেধে বসে। মফিজুর রহমান খেয়াল করে দেখেছেন এই কাকের সংখ্যাটা সব সময় বেজোড় হয়। প্রতিটি প্রাণীর সম্ভবত নিজস্ব হিসাব আছে। ক্রিকেট খেলায় মোট এগারোজন প্লেয়ার থাকে। এই কারণেই একজন অপরাজিত রয়ে যায় পুরো দল অলআউট হলেও। বেড়োড় সংখ্যার মধ্যে ঝামেলা আছে। জোড়ায় ফেলে একে পুরোপুরি নিঃশেষ করা যায় না।
কিন্তু প্রকৃতি জোড়া পছন্দ করে। কাকের সেই দল থেকে হঠাৎ একটা কাক উড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে, বাকিরা কার্নিশেই বসে থাকে। তখন সংখ্যাটা হয়ে যায় জোড়। যে কাকটা ভিজছে তাঁর পাশে হঠাৎ আরেকটা কাক আসে, সেও ভিজতে শুরু করে। সেখানেও সংখ্যাটা হয়ে যায় জোড়। কাকদুটো ভিজতে ভিজতে তাদের গায়ের পালকগুলো এলোমেলো করে ফেলে। এই দৃশ্যটার মধ্যে কি কোন আবেগ আছে কিংবা মানুষের সাথে কোন মিল?
ফ্লাপ ২ঃ জন্ম ১ এপ্রিল, ১৯৯০, পুরোনো ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারে। গ্রাজুয়েশান এবং পোষ্ট গ্রাজুয়েশান কমপ্লিট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখির শুরু ব্লগার হিসাবে। সামহোয়্যার ইন ব্লগে তিনি একজন পরিচিত মুখ। সাহিত্য জগতে তাঁর অনুপ্রবেশ ‘অবেলা’ উপন্যাস দিয়ে। ‘পালক’ তার ২য় উপন্যাস। লেখালেখির পাশাপাশি তিনি সংগীত জগতের সাথেও জড়িত আছেন।