"কাসিম হাদ্দাদের নির্বাচিত কবিতা" বইয়ের পিছনের কভারের লেখা: ১৯৭০ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ আল-বিশারা (মঙ্গলদূত) প্রকাশিত হওয়ার পরপরই গােটা আরববিশ্বে কাসিম হাদ্দাদ নিজেকে নেতৃস্থানীয় কবি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আরব সাহিত্যজগতে পরিবর্তন আর নিরীক্ষার যে-আন্দোলন সূচিত হয়, সেখানে তিনি অসামান্য অবদান রাখেন। কাসিম হাদ্দাদ ১৯৪৮ সালে বাহরাইনে এক শিয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন আত্ম নির্মিত মানুষ, স্বাধীনতাকামী এবং সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার দ্বারা। প্রচণ্ডভাবে তাড়িত। প্রতিবাদবিদ্রোহের জন্য হাদ্দাদকে চরম মূল্য দিতে হয়েছে। গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছেন; রাজনৈতিক বিশ্বাস এবং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের অপরাধে পাঁচ বছর জেল খেটেছেন। জেল থেকে মুক্তির কিছুদিনের মধ্যেই তিনি প্রতিষ্ঠা করেন বাইরাইন লেখকসংঘ, প্রভাবশালী সাহিত্যপত্রিকা কালিমাত-এর। প্রধান সম্পাদক হন; তথ্য মন্ত্রণালয়ের সংস্কৃতি ও শিল্প পরিদপ্তরে পরিচালকের পদে অভিষিক্ত হন নির্বাচিত হন বাহরাইনি লেখকসংঘের সভাপতি। ইতিমধ্যে তিনি আরববিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেন। বৈরুত, লন্ডন, মরক্কো ও কুয়েত থেকে এ-পর্যন্ত তার ১৮টিরও অধিক কাব্যগ্রন্থ ও কাব্যিক গদ্যের বই প্রকাশিত হয়। ১৯৯৭ সালে দুই খণ্ডে বের হয় তাঁর রচনাসমগ্র।
Title
নতুন আরবের কণ্ঠস্বর: কাসিম হাদ্দাদের নির্বাচিত কবিতা
জন্ম : ১৮ আগস্ট ১৯৭৭ | জন্মস্থান: উত্তর সাহাপুর, গজারিয়া, মুন্সিগঞ্জ । শৈশব কৈশাের যৌবন কেটেছে চট্টগ্রামে । পড়াশােনা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। কর্মস্থল: ঢাকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। আইসিডিডিআর,বি-তে কর্মরত। অন্যান্য কাব্যগ্রন্থ : অনন্তর জেগে থাকে দীঘল পিপাসা (২০০০), বলাকা প্রকাশন। আহত চড়ই (২০০৬), বলাকা প্রকাশন। অনুবাদগ্রন্থ : নােবেল বিজয়ী কবি টমাস ট্রান্সট্রোমারের নির্বাচিত কবিতা (২০১২), গদ্যপদ্য।