ইংরেজি সাহিত্যের ইতিহাস বইয়ের- ফ্ল্যাপে লেখা কথা সাহিত্য আসমান থেকে নাজিল হয় না। একটা সমাজের সংকট, সমস্যা, সম্ভাবনা, টানাপোড়েন থেকেই সাহিত্য আসে এবং সাহিত্যে এর ছাপ ও রেষ থেকে যায়। এ বইটিতে ইংরেজদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ধাপ-উল্লম্ফন ও অবনমন, উথান ও পতন, রাজনৈতিক ও সামাজিক সংকট এবং এর সাথে সাহিত্যের ক্রমযাত্রা উঠে আসবে। যারা ইংরেজি নিযে পড়াশোনা করছেন, করতে ইচ্ছুক, ইংরেজি সাহিত্যের প্রতি যাদের ভালোলাগা-ভালোবাসা, কৌতুহল রয়েছে। যারা মনে করেন ইংরেজি সাহিত্য নিয়ে আপনার জ্ঞান শূণ্যের কোঠায় তারা এক নিমিষেই পড়ে নিতে পারেন বইটি । এ বইটি এমনভাবে লেখা হয়েছে যেটা স্কুল-কলেজ লেভেলের ছাত্র-ছাত্রীরও পড়ে মজা পাবে। বইটিতে ইংল্যান্ডের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেই ঘটনার সাথে সাহিত্যের সম্পর্ক ও বিকাশের পরম্পরা নিয়ে আলোচনা রয়েছে। এ বইটিকে বাংলাদেশের শিক্ষার্থীর ইংরেজি সাহিত্যে প্রবেশদ্বার হিসেবে নিতে পারেন্ঃ বইটি পড়ার সময় মনে হবে পাঠক লেখকের সাথে ইংরেজি সাহিত্যের সুদূর অতীত বা নিকট ইতিহাসে ভ্রমণ করার অভিযানে নেমেছেন।
সূচিপত্র * ভূমিকা-৯ * ইংরেজির ইতিহাস-১৫ * ইংরেজি সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ-১৮ * ক্লাসিকাল পিরিয়ড বা ক্লাসিক যুগ (৪৫৫-১৪৮৫)-২০ * মধ্যযুগ (৪৫৫-১৪৮৫)-২২ * রেনসাঁ বা পুনর্জাগরণ এবং সংস্কার আন্দোলন (১৪৮৫-১৬৬০)-২৭ * রেস্টোরেশন পিরিয়ড (১৬৬০-১৭০০)-৪২ * অগাস্টন এজ বা এজ অব পোপ(১৭০০-১৭৫০)-৪৩ * জনসনের যুগ বা এজ অব জনসন (১৭৫০-১৭৯১)-৪৪ * ফরাসি বিপ্লব, উত্তাল ইউরোপ ও ইংরেজি কবিতার রোমান্টিক যুগ-৪৯ * নভেলের আবির্ভাব : ইংরেজি নভেল, গথিক নভেল, নভেলের শৈশব-৫৪ * ইংরেজি সাহিত্যের ভিক্টোরীয় যুগ : বিভিন্ন আলেখ্য (১৮৩২-১৯০১)-৬১ * আধুনিক যুগ-আধুনিক সাহিত্য-৭১ * ব্রিটিশ নোবেল বিজয়ী সাহিত্যিক ও নোবেল পুরস্কার পাওয়া না-পাওয়া-৭৬ * দেব আর নেব, মিলিবে মেলাব-৮৩ * মনে রাখি কিছু গুরুত্বপূর্ণ সার ও ঘটনা-৮৫ * কয়েকটি বহুল ব্যবহৃত, আলোচিত লিটারেরি টার্মস-৮৭ * পড়তে চাইলে আরও-৯৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে আনুষ্ঠানিক পাঠ সম্পন্ন করলেও সাবিদিন ইব্রাহিম নিজেকে দর্শন, ইতিহাস ও বিশ্বসাহিত্যের ছাত্র মনে করেন। পেশাগত জীবনে বর্তমানে সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন দৈনিক বণিক বার্তা পত্রিকায় কর্মরত আছেন। ২০১৬ সালে প্রকাশিত তার ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’ও ২০১৯ সালে প্রকাশিত ‘জীবন গড়তে বই’ পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। ২০১৫ এর নভেম্বরে বাংলা একাডেমীর সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার'-এর ৬১তম সংখ্যায় বারটি জেন কবিতার অনুবাদ প্রকাশিত হয়। এছাড়া তার অনূদিত সানজু’র ‘দ্য আর্ট অব ওয়ার’ (২০১৭) এবং সেনেকা’র ‘অন দ্য শর্টনেস অব লাইফ’ (২০১৮) বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। ২০২০ সালে প্রকাশিত হয়েছে ‘ডায়োজেনিসের বচনামৃত’ এবং হেরাক্লিটাসের ‘কুড়িয়ে পাওয়া মুক্তা’। বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সমন্বয়ক। সম্পাদক হিসেবে কাজ করছেন thebdsf.com এ। সাবিদিন ইব্রাহিম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে জন্মগ্রহণ করেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দেশ ও সমগ্র বিশ্বকে জন্মস্থান মনে করছেন।