"ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলাে বিচ্ছিন্নভাবে ‘ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার সাহায্যে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। তবে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ে, ‘ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ধারণা থাকলে বা তাদের ধারণা বৃদ্ধি করতে পারলে গুণ-মান সম্মত ঋণ কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে। ঋণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ‘ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে নিবিড় আলােচনা, পর্যালােচনা এবং বিশ্লেষণ প্রয়ােজন। এই প্রক্রিয়ার মাধ্যমে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার’ রূপরেখা নির্ধারণ এবং মান উন্নত করার ক্ষেত্রে সকলের সঠিক ধারণা সৃষ্টি হবে। ‘ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ঋণ কার্যক্রমের মূল হাতিয়ার হিসেবে বিবেচিত। ঋণ কর্মসূচির শৃঙ্খলা বৃদ্ধিতে 'ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার ভূমিকা অনস্বীকার্য। ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার নীতিমালা, কার্যপ্রক্রিয়া, কর্মপদ্ধতি, ঋণ ঝুঁকির কারণসমূহ, ঋণ ঝুঁকির পরিমাণ নির্ণয়, সংশ্লিষ্টদের দায়িত্ব, দায়বদ্ধতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলােচনার মাধ্যমে সকলের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। আর্থিক প্রতিষ্ঠান বা Financial Institutions-এর ক্ষেত্রে অভ্যন্তরীণভাবে পরিচালিত “ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার সুবিধা অনেক এবং ব্যয় সাশ্রয়ী। সর্বোপরি ‘ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা সৃষ্টি এবং ‘ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা।