"উইলিয়াম শেক্সপিয়ার" বইয়ের সংক্ষিপ্ত কথা: বিশ্বের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম উইলিয়াম শেক্সপিয়ার। সর্বকালের সেরা নাট্যকারের খেতাবটিও তিনি অর্জন করেছেন বেশ আগেই। তাঁর নাটকে মানবিক সব অনুভূতি, আবেগ, সংঘাত, দ্বেষ নিজ নিজ পূর্ণ রূপে প্রকাশিত। গত চার শ বছরের বেশি সময়ে তাঁর নাটক সারা বিশ্বের গ্রামে, নগরে, বন্দরে কতবার প্রদর্শিত হয়েছে তার কোনো হিসাব নেই। তবে নাটক যতটা আলোচিত ও আলোকিত হয়েছে ঠিক ততোটাই নিভৃতে থেকে গেছেন নাট্যকার নিজে। তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে তেমন কোনো তথ্যই জানা যায় না। দিনলিপি লেখার অভ্যেস তাঁর ছিল না। তাঁর কোন ব্যক্তিগত চিঠি পাওয়া যায় না। এমনকি জন্ম তারিখটিও এক শ ভাগ নির্ভুল-এমনটি আমরা বলতে পারি না। তাঁর মা-বাবা বা স্ত্রী-সন্তান সম্পর্কেও তথ্য নিতান্তই অপ্রতুল। মাত্র দু’টি সূত্র থেকে তাঁর সম্পর্কে আমরা তথ্য পাই-প্রথমত তাঁর লেখা নাটক ও কবিতা। এবং দ্বিতীয়টি হল তাঁর ব্যবসায়িক লেনদেন, আদালতের কাগজ ও ইচ্ছাপত্র, অর্থাৎ দলিল ও নথিপত্র। আর এগুলোর ওপর ভিত্তি করেই গবেষকরা শেক্সপিয়ারের পূর্ণ জীবনকাল আঁকার ঘাম ঝরানো চেষ্টা করে গেছেন এবং আজো করে চলেছেন। শেক্সপিয়ারের বিচরণ কাল ছিল ষোড়শ শতাব্দির শেষভাগ এবং সপ্তদশ শতাব্দির গোড়ার অংশটুকু। তবে নাট্যকার হিসেবে তার অসাধারণত্ব বুঝতে, তাঁকে জানতে ও চিনতে মানুষের আরো অনেকটাই সময় লেগে গেছে। ঊনবিংশ শতাব্দিতে পৌঁছে শেক্সপিয়ারের কাজের উচ্চতা বুঝতে শুরু করে মানুষ। সেই বোধ আজো একই ভাবে প্রবাহমান।