‘রাজকন্যা ও ফুলপরি’ একটি শিশুতোষ গল্পের বই। শিশুরা খুব বেশি পড়তে চায় না। ছোট ছোট বাক্যে ও অল্প কথার গল্প তাদের বেশি প্রিয়। এ কথা মাথায় রেখেই সিফাত চাখারী লিখেছেন ‘রাজকন্যা ও ফুলপরি’ নামের এই গল্পের বইটি। বইটিতে রয়েছে ছোট ছোট আটটি গল্প। সূচিবদ্ধ গল্পগুলো হলোÑপাখিবন্ধু, মাছের লড়াই, রাজকন্যা ও ফুলপরি, ভূত ধরার অভিযান, তনুর গল্প, অতুলের ভূত দেখা, জিহানের স্কুল এবং শোভা ফড়িং ও প্রজাপতি। ৩২ পৃষ্ঠার এ বইটির বাঁধাই ও কাগজ অত্যান্ত উন্নত মানের। প্রতিটি গল্পের সাথে রয়েছে চমৎকার সব ছবি। বইটির প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৮। বইটির একটি গল্পের নামে এ বইয়ের নামকরণ হয়েছে। ‘রাজকন্যা ও ফুলপরি’ এ বইয়ের একটি সেরা গল্প। সামিয়ার ফুলের বাগানে নানা রকমের ফুল ফোটে। সেই ফুলের রঙ্গে আর ঘ্রাণে সায়িমা বিভোর হয়ে থাকে। একদিন সামিয়া দেখে বাগানে দুটি মেয়ে ঘোরাঘুরি করছে। মেয়ে দুটিকে বাগানে দেখে সামিয়াও বাগানে যায়। সামিয়া কাছাকাছি যেতেই মেয়ে দুটি বলে উঠল, কেমন আছো রাজকন্যা? সামিয়া তো অবাক! তোমরা কারা? মেয়ে দুটি হেসে বলল, আমরা যে পরি। তোমাদের বাগান আমাদের ভালো লাগে তাই আমরা আসি। এরপর সামিয়ার সাথে মেয়ে দুটির অনেক কথা হয়। তাদের যাওয়ার সময় হলে সামিয়ার কাছ থেকে বিদায় নেয়। ছোট্ট বন্ধুরা তোমরা যদি এমন পরি বন্ধু পেতে চাও তবে তোমরাও এমন ফুলের বাগান তৈরি করতে পারো। দেখবে একদিন ঠিক তোমাদের বাগানেও পরি এসে তোমার সাথে দেখা করবে! এ ছাড়ও বইটিতে আরো অনেক মজার মজার গল্প আছে। বিশেষ করে শিক্ষণীয় গল্প পাওয়া যাবে এ বইটিতে। বইয়ের প্রথম গল্প ‘পাখিবন্ধু’ একটি অসামান্য গল্প। প্রকৃতি আর পাখিদের প্রতি যতœশীল ও এদের রক্ষা করতে আরো বেশি উৎসাহ জোগাবে গল্পটি। আরেকটা কথা; বইটি পড়া হলে তোমার কাছে না রেখে তোমার বন্ধুকে পড়তে দাও। আসলে ভাগাভাগি করে পড়লে কিন্তু অনেক বই পড়া যায়। এবং যার সাথে বন্ধুত্ব হয় তাকেও একজন পাঠক হিসেবে তৈরি করা যায়। চাইলে গল্পগুলো পড়ে লিখে ফেলতে পারো তুমিও এমন গল্প।