“রবীন্দ্রনাথ : বিকল্পহীন অবলম্বন" বইটি সর্ম্পকে কিছু কথাঃ দেশভাগের পর থেকে এই বাংলায় রবীন্দ্রনাথ এক আলোচিত নাম-কখনও রবীন্দ্রচর্চায় সরকারি বাধার কারণে আর প্রায়ই সরকারি প্রতিক্রিয়ার বিকার ঠেকাতে বাঙালির প্রতিরোধের প্রধান অবলম্বন হিসেবে। এদেশে যাঁরা রবীন্দ্রচর্চায় নিষ্ঠার সাথে কাজ করছেন তাঁদের মধ্যে আবুল মোমেন তাঁর বিশ্লেষণধর্মী প্রজ্ঞাপূর্ণ লেখার জন্যে গুণগ্রাহী পাঠকের কাছে সমাদৃত। রবীন্দ্রনাথকে নিয়ে তাঁর বেশ কয়েকটি বই আছে, এটি দ্বিতীয় প্রবন্ধের বই। এখানে তাঁর লেখায় মুসলিম সমাজে রবীন্দ্রনাথকে গ্রহণে যে দ্বিধা ও দোলাচল তার ব্যাখ্যা মিলবে; সঙ্গীতের সূত্রে নতুন ভাবনার সাথে পরিচয় ঘটবে, বিশ্ব ভ্রামণিক রবীন্দ্রনাথের পরিচয়ে চমকে যাওয়ার অভিজ্ঞতাও হবে। তাঁর শিক্ষাচিন্তার মাধ্যমে রবীন্দ্রসৃষ্ট আনন্দলোকের বারতা পাঠকের কাছেও পৌঁছুবে। আর এ সময়ে রক্তকরবীর প্রাসঙ্গিকতা সচেতন পাঠককে ভাবিয়ে তুলবে। বইটির সমাপ্তি টেনেছেন কেন রবীন্দ্রনাথই বাঙালির বিকল্পহীন অবলম্বন সে ভাবনাটি পাঠকেরও মনে পৌঁছে দিয়ে। সুচিপত্রঃ * রাষ্ট্র ও ধর্ম: বর্তমান বাস্তবতার আলোকে রবীন্দ্রভাবনা * হিন্দু-মুসলিম সম্পর্কের গোলকধাঁধাঁ ও রবীন্দ্রনাথ * বাঙালির স্বদেশ-ভাবনা ও রবীন্দ্রগানের স্বদেশ-পর্ব * তোমার মাটির কন্যা? * নয় এ মধুর খেলা * গৃহী ও প্রবাসী রবীন্দ্রনাথ * সুদূরপিয়াসী রবীন্দ্রনাথ * আনন্দলোকের বারতা: রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা * নিবিষ্ট পাঠকের সাথে রবীন্দ্র-পরিক্রমা * প্রলয়পথে দীপশিখা * বিকল্পহীন অবলম্বন
জন্ম চট্টগ্রামে, ১৯৪৮ সনের ১৮ ডিসেম্বর। সাহিত্যের পরিবেশে বড় হয়েছেন। স্কুল ও কলেজ জীবন চট্টগ্রামে, বিশ্ববিদ্যালয় পর্ব ঢাকায়। কবিতা, প্রবন্ধ এবং কলাম লিখছেন নিয়মিত। এছাড়া তিনি কাজ করে যাচ্ছেন শিক্ষা নিয়ে। এ সূত্রে শিশুশিক্ষা নিয়েও প্রচুর লিখেছেন, এবং এখনও লিখছেন।। অনেকেরই জানা নেই ১৯৭৫ থেকে তিনি ও শীলা মমামেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে শিশু প্রতিষ্ঠান ফুলকি। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ত্রিশের অধিক। তবে কবিতা তিনি কখনাে ছাড়েন নি। কবি শামসুর রাহমানের আশংকাকে আশীর্বাদে পরিণত করে আবুল মােমেনের কবিতাচর্চা এগিয়ে চলেছে। এটি আবুল মােমেনের সপ্তম কাব্যগ্রন্থ। শিশু কিশােরদের জন্যে লেখা ইতিহাস বই বাংলা ও বাঙালির কথার জন্যে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। আর ২০১৬ সনে প্রবন্ধের জন্যে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।।