চলমান জীবনে শুধু খেয়েপরে থাকার জন্যে মানুষ খুঁজে নেয় নতুন জীবিকা। নানান সময়ে ভিন্ন ভিন্ন দরকারে প্রাত্যহিকজীবনে যুক্ত হয় জীবনধারণের আলাদা আলাদা উপকরণ। এইসব জীবিকা সেই প্রয়োজনকে সহজ করে তোলে। কিন্তু নতুন দিনের অভিঘাতে কোনওটি হারিয়ে যায়, যেতে বাধ্য হয়। কেননা দিনবদলের ফলে সেখানে নতুন উপকরণ এসে হাজির। আজ যা একেবারেই জরুরি, একদিন তা হয়ে পড়ে অপ্রয়োজনীয়। ফলে, চোখের সামনে থেকে সরে যায় সেইসব জীবিকা। গত প্রায় চার দশকে আমাদের সামনে থেকে হারিয়ে গেছে অথবা হারিয়ে যেতে বসেছে অনেকগুলো জীবিকা। গোনাগুনতির হিসেবে অসংখ্য, তার কিছু দৃশ্যমান আর কিছু অদৃশ্য। সেই হারিয়ে যাওয়া কখনও প্রকাশ্যেই কখনও অপ্রকাশ্যে আর সঙ্গোপনেও! চেনাজানা প্রাত্যহিক দিনযাপনে প্রায় লেপটে থাকা কিন্তু আজ হারিয়ে যাওয়া তিরিশটি জীবিকার কথা লেখা হয়েছে এ বইয়ে। কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা তা লিখেছেন কাহিনিগদ্যের আদলে। পড়লে মনে হবে যেন গল্পই পড়ছি, চলমান জীবনের গল্প, যে গল্প প্রায় শেষহীন। সাময়িকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশমাত্র এই রচনাগুলো পাঠকের মনোযোগের অংশ হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশ তারই ধারাবাহিকতা রক্ষা করবে বলে বিশ্বাস।