প্রকল্প নিয়ে গল্প ড. মাহ্বুবার রহমান বিষয় : প্রবন্ধ প্রকল্প কী? অথবা প্রকল্প কাকে বলে, তা নিয়ে কোনো বিতর্কে যেতে চাইছি না। প্রকল্প অনেক রকমের হতে পারে, যেমনÑ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প, পুনর্বাসন প্রকল্প, ম্যালেরিয়া নির্মূলকরণ প্রকল্প, গরু মোটাতাজাকরণ প্রকল্প, হাঁস মুরগি পালন প্রকল্প ইত্যাদি। প্রকল্পের কি শেষ আছে? সেই পাকিস্তান আমলেই ঢাকার পাট গবেষণা ইনস্টিটিউটে পাটজাগ পদ্বতির উন্নতি করে একটি প্রকল্প শুরু করা হয়েছিল আর তার অণুজীব বিষয়ক অংশটুকুর কাজ চলছিল ঢাকা বিশ^বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রফেসর মজিদ আহমেদ-এর তত্ত্বাবধানে। একজন শিক্ষকের সুপারিশে যখন একজন নি¤œমানের শিক্ষার্থীকে ¯œাতকোত্তর শ্রেণিতে ভর্তি করা হলো তখন যুক্তি দেওয়া হয়েছিল যে, চারদিকে যখন এত এত এমএস, এম.ফিল আর পিএইচ.ডি তৈরি হচ্ছে তখন আর একটা বেশি হলে ক্ষতি কি? ক্ষতি হয়তো নেই তবে সে কী বিষয়ে কাজ করবে? আচ্ছা সে পরে দেখা যাবে। ভর্তি তো হোক। কিছুদিন পরে যখন আবার বিষয় নির্বাচনের প্রশ্ন উঠলো তখন শুভাকাক্সিক্ষরা বললেন ছেলেটা এমনিতে বেশ চালু। বিভাগের দেয়াল, পত্রিকা-সাংস্কৃতিক কর্মকা-, বেশ ভালই চালায়। তাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দাও সেখানে বসে বসে বানরদের লম্প-ঝম্ফ, আচার-ব্যবহার, জীবন যাত্রা এ সব লক্ষ করে এসবের উপরেই একখানা থিসিস লিখে ফেলুক। এই প্রকল্পটির পরিণতি কি হয়েছিল সেটা এখানে আর উল্লেখ না করলেও চলবে। আর এটাই তো গল্প...