"আমি কে?" বইটি সম্পর্কে কিছু কথাঃ ‘আমি কে?'- এই প্রশ্ন একবার যার মনে উদয় হয়েছে তার অবস্থা কীভাবে বর্ণনা করা যায়? বিষয়টি কবির ভাষায় হয়তাে এভাবে বলা যেতে পারে, কী যাতনা বিষে বুঝিবে সে কিসে...'। বস্তুত এই নিজেকে জানার ক্ষেত্রে নিজের মনকে জানা অত্যন্ত গুরত্বপূর্ণ একটা বিষয়। কারণ মনােময় হয়ে থাকা নিজেকে জানার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আর যে বিষয় সম্পর্কে আমরা জানি না তা থেকে মুক্ত হওয়ার উপায়ও জানা সম্ভব নয়। তাই মন থেকে মুক্ত হতে গেলে মন কী তা আমাদের জানা আবশ্যক। এখন কীভাবে মনকে জানা যায়, মনকে সঠিক দর্শন করা যায়? সকল ইন্দ্রিয়দ্বার দিয়ে অসংখ্য বিষয়রাশি আমাদের মনােজগতে প্রবেশ করে, আমাদের আবিষ্ট করে। প্রায় সময় মন এই সমগ্র বিষয় নিয়ে আমার উপর কর্তৃত্ব করে চলে। ‘আমি’, ‘আমি’ করলেও আসলে আমি আর তখন আমার থাকে না। মন আমার নিয়ন্ত্রক হয়ে ওঠে। আমি মনের দাস হয়ে থাকি বা বলা ভালাে দাস হয়ে আছি। এই মনকে জানার ক্ষেত্রে বিভিন্ন ঋষিজনে বিভিন্ন মত-পথ বাতলে গেছেন। আমার স্বল্প বুদ্ধিতে মনে হয় তাদের সে মতামতের কোনটাতেই অসম্পূর্ণতা নেই। কিন্তু সেটা সকলের ক্ষেত্রে সমান ভাবে প্রযােজ্য হবে তাও নয়। বিস্তারিত জানতে বইটি অবশ্যই পড়ুন....