বিশ শতকের শেষার্ধে বিশেষত সত্তর ও আশির দশকে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহে উন্নয়ন নাট্যের (ঞযবধঃৎব ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ঞঋউ) ধারণা ও প্রয়োগ ব্যাপকভাবে বিস্তার লাভ করে। ব্রাজিল ও কিউবার প্রান্ত থেকে তার তরঙ্গ অভিঘাত সৃষ্টি করেছে বাংলাদেশ ও ফিলিপাইসন পর্যন্ত। উন্নয়ন তাত্ত্বিকদের বিবিধ চিকিৎসাপত্র অনুযায়ী আফ্রিকার ‘পশ্চাদপদ’ সমাজে তার ব্যবহারিক প্রয়োগের প্রচেষ্টা দেখা গেছে। উন্নয়ন নাট্যকে ব্যবহার করতে গিয়ে তার প্রকৃত গণমুখী চরিত্র যখন প্রাধান্য পায়, তখন আবার বাধা আসে খোদ রাষ্ট্রযন্ত্র থেকেই। গণমানুষ, উন্নয়ন ও নাট্যকে এক কল্যাণকর ঐক্যবন্ধনে যুথবদ্ধ করার উদ্যোগে যে মহীয়ান তাত্ত্বিক ও প্রয়োগকর্তারা বিশেষভাবে স্মরণীয়, সেই পাওলো ফ্রেইরে, অগাস্তো বোয়াল, মাইকেল এথারটেন ও রস কিডের জননির্ভর নিরীক্ষা ও দায়বদ্ধ ভূমিকার বিশ্লেষণী পর্যালোচনা করা হয়েছে এ গ্রন্থে। আন্তর্জাতিক ভুবনের অর্থনীতির নিয়ন্ত্রাদের একদা পৃষ্ঠপোষকতায় উন্নয়নের ধারায় যে বিজলী আলোর ঝিকিমিকি দেখা গিয়েছিল, সময়ের পরিক্রমায় তার বর্তমান অবস্থা কী, সেই অনুসন্ধানে আফ্রিকার পুনর্দর্শন পাঠককে মূল্যবান অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে এই বই। স্বদেশের মুখচ্ছবিও দেখা যাবে, চেতনার পতিতাবৃত্তিতে তা বিবর্ণ। আমাদের সমাজ ও উন্নয়ন চেতনার মুলে নাড়া দেবার অঙ্গীকার আছে এই গ্রন্থের অন্তর্গত কাঠামোবিন্যাসে।
সৈয়দ জামিল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক এবং নাট্য নির্দেশক ও পরিচালক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লীর ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে গ্রাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারইক নেকে নাট্যকলা বিষয়ে এম. এ. ডিগ্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রী লাভ করেন। চাকা, বিষাদ সিন্ধু (ঢাকা) এবং এক হাজার অউর এক থি রাতে (করাচী) তাঁর ব্যতিক্রমধর্মী সফল নির্দেশনা। তিনি অচলায়তন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল (ঢাকা), গুড উইমেন অফ সেজুয়ান (কোলকাতা) নাটকের ডিজাইনার হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা কাজের মধ্যে ৩টি বই উল্লেখযোগ্য : ১. হাজার বছরের বাংলাদেশের নাটক ও নাট্যকলা, শিল্পকলা একাডেমি, ঢাকা, ১৯৯৫। 2. Acinpakhi Infinity: Indigenous Theatre of Bangladesh, UPL, Dhaka, 2000. 3. In Praise of Niranjan: Islam Theatre and Bangladesh, Pathak Shamabesh, Dhaka, 2001.
Title
উন্নয়ন নাট্য : তত্ত্ব ও প্রয়োগ : তৃতীয় বিশ্বের বিকল্প নাট্য ধারা