বইটির বৈশিষ্ট্য • বইটির মাধ্যমে হতে পারে আপনার জীবনের ক্যারিয়ার এর শুরু। • প্রতিটি বিষয় ধাপে ধাপে সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে। • বইটিতে প্রাকটিক্যালি সব করে দেখানো • বইটি পড়ার জন্য পূর্বের কোন জ্ঞান থাকার প্রয়োজন নেই। • বইটিতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, এস ই ও এবং ওয়ার্ডপ্রেস এই তিনটি বিষয় শিখতে পারবেন।
ফ্রি সিডি • অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রয়োজনীয় বিষয় গুলোর ভিডিও টিউটোরিয়াল দেয়া হয়েছে। • সাথে ৭৯০০ টাকা মূল্যের Authority Azon থিম ফ্রি দেয়া হয়েছে। • আপনার সাইট এর জন্য প্রয়োজনীয় প্লাগইনস গুলো দেয়া হয়েছে। • আপনার চর্চার জন্য অতিরিক্ত সফ্টওয়্যার দেয়া হয়েছে। • ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন দেয়া হয়েছে।
ভূমিকা আমাদের দেশে চাকুরীর বাজার খুব খারাপ। তার মধ্যে ফ্রিল্যান্সিং এ রয়েছে যথেষ্ট প্রতিযোগিতা। আউটসোর্সিং করার জন্য প্রয়োজন অনেক সময় এবং দক্ষতা। তাই অনলাইন এ আয়ের অন্যতম একটি পদ্ধতি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এ রয়েছে অনেক সুবিধা যেমন: ব্যক্তি স্বাধীনতা, সকল প্রকার পণ্য বিক্রয়, অর্ডার প্রসেস করতে হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে আয়, ঘরে বসে কাজ পরিচালনা ইত্যাদি। এছাড়াও রয়েছে অধিক আয়ের সুবিধা এবং এটিকে ব্যবসায় পরিণত করা যায়। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, অগনিত পাঠকের অনুরোধে আমরা বুকবিডি সিরিজ হতে বইটি বের করতে পেরেছি।
Affiliate Marketing একটি মাধ্যম যেখানে Publisher এবং Product প্রস্তুতকারি একত্রে সম্মেলিত হয়ে প্রডাক্ট মার্কেটিং ও বিক্রি করে প্রফিট ভগাভগি করে নেয়। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবো কারণ এখানে কোন প্রকার ঝামেলা ছাড়াই আমরা আমাদের বিজনেস শুরু করে দিতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের খুব বেশি কাজ জানতে হবে না। শুধু মাত্র নিয়ম অনুযায়ী কাজ করলেই হবে।
বইটিতে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন: অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি কি দক্ষতা থাকতে হবে? অ্যাফিলিয়েট মার্কেটার হবার সুবিধা ইত্যাদি বিষয় দেখানো হয়েছে। এছাড়াও বইটিতে বাস্তবধর্মী প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে।
বইটিতে আলোচ্য বিষয় গুলো সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। যেন একজন পাঠক বইটি পাঠ করে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে খুব সহজে জানতে পারে। বইটি লেখায় কিংবা তথ্যগত কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অথবা আমাদের ইমেইল এর মাধ্যমে জানালে উপকৃত হব। সব শেষে সকলের সাফল্য কামনা করছি। নিবেদক বুকবিডি সিরিজ