এই বইয়ে কখনও ব্যঙ্গ-বিদ্রুপ, কখনও কেবলমাত্র বিনোদন আবার কখনওবা সরাসরি সমাজের বিভিন্ন বাস্তবতাকে তিনি লিখনির ছন্দে তুলে ধরেছেন । বর্তমান সমাজের নানাবিধ অসঙ্গতি ও তা থেকে পরিত্রানের আকুতি এই বইয়ের মূল উপজীব্য। বইয়ে গণসেবক বা সরকারি চাকুরের নানা অভিজ্ঞতা অত্যন্ত সহজ সরল ভাষায় ব্যক্ত হয়েছে। প্রতিটি কবিতার অন্ত্যমিল লক্ষ্য করার মত। প্রতিটি কবিতা বর্তমান সমাজের এক একটি চিত্রকে পাঠকের চোখের সামনে তুলে ধরে। কঠিন কঠিন বিষয়কে এত সরলভাবে বলে ফেলা যায় বইটি না পড়লে বোঝা যাবেনা। আশা করা যায়,বইটি সমাজের সকল মত ও পথের মানুষের হৃদয়কে কিছুটা হলেও নাড়া দিতে সক্ষম হবে।
কবিতা কিংবা ছড়া দু’টি নামেই ডাকা যায়। কখনও ব্যঙ্গ-বিদ্রুপ, কখনও কেবলমাত্র বিনোদন আবার কখনও বা সরাসরি সমাজের বিভিন্ন বাস্তবতাকে তিনি লিখনির ছন্দে তুলে ধরেছেন । বর্তমান সমাজের নানাবিধ অসঙ্গতি ও তা থেকে পরিত্রানের আকুতি এই বইয়ের মূল উপজীব্য। বইয়ে গণসেবক বা সরকারি চাকুরের নানা অভিজ্ঞতা অত্যন্ত সহজ সরল ভাষায় ব্যক্ত হয়েছে। লেখাগুলোর মধ্যে কখনও সুকুমার রায়, কখনও সত্যেন্দ্রনাথ দত্ত, কখনও সুফিয়া কামাল আবার কখনওবা মান্না দের গানের ছায়া পাওয়া যায়। এভাবে বিখ্যাত কবির কিছু ছন্দের আড়ালে সমাজ ও নাগরিক জীবনের সমসাময়িক বাস্তবতা ও অসংগতিকে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় প্রকাশ করেছেন।প্রতিটি কবিতার অন্ত্যমিল লক্ষ্য করার মত। প্রতিটি কবিতা বর্তমান সমাজের এক একটি চিত্রকে পাঠকের চোখের সামনে তুলে ধরে। কঠিন কঠিন বিষয়কে এত সরলভাবে বলে ফেলা যায় বইটি না পড়লে বোঝা যাবেনা। আশা করা যায়,বইটি সমাজের সকল মত ও পথের মানুষের হৃদয়কে কিছুটা হলেও নাড়া দিতে সক্ষম হবে।