সড়ক দুর্ঘটনা মামলা তদন্ত বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেশের কিংবা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটাছুটি করছে যার একটি বড় অংশ সড়ক পথ ব্যবহার করে। দেশের অভ্যন্তরে যােগাযােগের মাধ্যম বলতে মূলত সড়ক পথকেই বুঝায়। সড়ক একদিকে মানুষের জন্য প্রসারিত করেছে। ব্যবসা-বাণিজ্য এবং আয়ের অফুরন্ত সুযােগ, অন্যদিকে একটু অবহেলা কিংবা অসতর্কতার জন্য প্রতিদিন প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে বছরে যতজন মানুষ খুন হয়, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায় এবং অসংখ্য মানুষ বরণ করে পঙ্গুত্বের অভিশাপ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে জীবিকার জন্য ঘর ছেড়ে দেশ থেকে দেশান্তরে ঘুরে ফিরতে হয়। সেই মানুষটির অকাল মৃত্যুতে পুরাে সংসারে নেমে আসে অমাবশ্যার বিভীষিকাময় অন্ধকার। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রােধ কিংবা হ্রাস করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে, নানা সমীক্ষা চালান হয়েছে এবং পেশ করা। হয়েছে বিভিন্ন প্রতিবেদন। তবে এইক্ষেত্রে উল্লেখযােগ্য সফলতা অর্জিত হয়েছে এমনটি কেহই দাবি করেন না। বরং স্বয়ং যােগাযােগ মন্ত্রীকে সভায় বলতে শুনা যায় কোন ভ্রমণে বের হলে, গন্তব্যে পৌছে মাকে টেলিফোনে জানাতে হয় তিনি নিরাপদে পৌছেছেন। এ বক্তব্য থেকে অনুমান করা যায় তিনি সড়ক নিরাপত্তা নিয়ে কতটা ঝুঁকিতে আছেন। এ অবস্থার অবসান প্রয়ােজন।