“দ্য গড অব স্মল থিংস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সত্যি বলতে কি ব্যাপারটা শুরু হয়েছিল সত্যি ও বাস্তবতার নিরীখে। এটা হয়েছিল । সােফিমলের এইমেনেমে আসার পরপরই। হয়ত সত্যি হয়ে যে কোন সময় এটা বদলে। যেতে পারে। আসলে কয়েক ঘন্টার প্রতিক্রিয়াতেই চলে সারাজীবন। আর ঐ কয়েক ডজন। ঘন্টায় মানুষের জীবনের পরিবর্তনে অনেক ঘটনা ঘটে যা সবকিছু বদলে ফেলতে পারে এবং এটাই সত্যি কোন কারণে সবকিছু ফেলে যেতে পারে। যেমন অগ্নিদগ্ধ হতে পারে। কোন বাড়ি, ভাঙা ঘড়ি, ছবি, আসবাপত্র ইত্যাদি। অবশ্য এগুলাে ধংসস্তুপ থেকে। খুটে তুলে সংরক্ষণ করে হিসাব করা হয়। ছােট ছোট ঘটল মানুষের জীবনে দাগ কেটে অন্যরকম অর্থবহ হয়ে ওঠে। তখন হঠাৎ করেই এইসব জিনিস হয়ে যায় কোন কাহিনীর আনকোরা উপজীব্য। এভাবেই দেখতে হবে যে সােফিমল এইমেনেমে আসার পরই ঘটনাগুলাে হয়েছিল। সােফিমলের ছােট ছােট ঘটনাগুলাে একসময় বড় অন্ধকার রূপ ধারন করে। এসব নিয়ে যুক্তিতর্ক হতে পারে এমন ধারণা হয়েছিল হাজার হাজার বছর আগে। মার্কসবাদীরা, ব্রিটিশরা, ডাচরা, ভাস্কো দা গামা, জ্যামােরিনরা কালিকট দখলের আগে। মূল কথা হলাে এসব শুরুহয়েছিল যখন ভালােবাসার নিয়মগুলাে তৈরি হয়েছিল এবং কেমন করে, কতটুকু? এই প্রশ্নগুলাে যখন উঠেছিল। ভালােবাসার আইনগুলাে তৈরি হয়েছিল। কে, কাকে, কতটা ভালবাসতে পারবে।
বুকারজয়ী ঔপন্যাসিক, রাজনৈতিক লেখক, মানবাধিকারকর্মী ও মাঠপর্যায়ের অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের আলাপচারিতার সংকলন দানবের রূপরেখা। আলাপচারিতার সময়টা খুবই গুরুত্বপূর্ণ-২০০১-২০০৮। এর মধ্যে নির্ণীত হয়েছে বিশ্বব্যবস্থার নতুন রূপ, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তিমানুষ প্রত্যেকেই প্রভাবিত হয়েছে নতুন ব্যবস্থায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরিপ্রেক্ষিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা, আফগানিস্তান দখল, ইরাক যুদ্ধের সূচনার পাশাপাশি করপোরেট বিশ্বায়নের বিস্তার ঘটেছে। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে খ্যাত ভারতে হিন্দুত্ববাদের উত্থান, কৃষি, খনিজ ও প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের অধিকার হারানো, অহিংস আন্দোলনের কার্যকারিতা হারিয়ে সশস্ত্র প্রতিরোধের বিস্তারও এ সময়ের ঘটনা। এই প্রসঙ্গগুলো নিয়েই কথা বলেছেন অরুন্ধতী রায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপে বর্ণবাদ ও ভারতে হিন্দু ফ্যাসিজমের পুনরুত্থান, পৃথিবীর অপরাপর দেশজুড়ে দুঃশাসন ও কর্র্তৃত্বপরায়ণতা, পরিবেশ বিপর্যয়, সাধারণ মানুষের অধিকার হ্রাস, নারীর ওপর সহিংসতা বৃদ্ধি-বর্তমান বিশ্বের এই প্রবণতাগুলোও উঠে এসেছে এই আলাপচারিতায়। তাঁর সাহস, বক্তব্যের তীক্ষ্ণতা ও তীব্রতা আপনাকে ক্ষুব্ধ, উদ্বুদ্ধ আর আগ্রহী করে তুলবে।