Preface শুভেচ্ছা সবাইকে। MathQBank নামে একটি গণিত ভিত্তিক বই দীর্ঘদিন ধরেই আমরা প্রকাশ করছি এবং বইটি শিক্ষার্থীদের মধ্যে অনেক জনপ্রিয়ও। বইটি ইংরেজি বাংলার মিশ্রণে তৈরী এবং গণিত সমস্যগুলাে পুরােটাই ইংরেজিতে। মেধাবী কিন্তু ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য মাঝে মাঝে দুর্বোধ মনে হতাে বইটি আর এ কারনেই সম্পূর্ণ বাংলা ভাষায় একটি সহজবােধ্য বই প্রকাশের চিন্তা থেকেই Math Key-র আয়ােজন। সহজ পাঠযােগ্য নির্ভরশীল সহজ সমাধান সহ বইটি করা হয়েছে। Self study করার জন্য একটি Perfect Math Book হচ্ছে। Math Key সাধারণত BCS, শিক্ষক নিবন্ধন এবং অনেক ব্যাংকের Math গুলাে বাংলায় থাকে। বইটি BCS, ব্যাংক জব এবং শিক্ষক নিবন্ধনের জন্য একটি অনন্য বই হবে। সৃজনশীল প্রশ্নপত্রের কারণে SSC-র গণিত এখন শুধু পাঠ্য পুস্তুক নির্ভর নয়, SSC শিক্ষার্থীদের জন্য ও এটি একটি অনবদ্য বই হতে পারে। শিক্ষার্থীরাই আমাদের প্রাণ, আমাদের অনুপ্রেরনার উৎস। শিক্ষার্থীদের প্রয়ােজন ও চাহিদা পরিপূর্ণ করাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ। গণিতের জন্য বাংলাভাষায় Math Key একটি চমৎকার ও উপযােগী বই বলে আমাদের বিশ্বাস। মঙ্গলময় ও আলােকিত হউক সবার জীবন। প্রতিনিয়ত বইটির উন্নতিকল্পে আমাদের Research Team নিরলস কাজ করে যাচ্ছে। বইটির উৎকর্ষ সাধনে আমাদের চেষ্টার কোন ক্রটি থাকবে না। বইটির উন্নতিকল্পে পাঠকদের সুচিন্তিত মতামত সাদরে গ্রহন করা হবে।