আরব এশিয়া মহাদেশের অন্তর্গত একটি প্রাচীন দেশ। এটি একটি উপদ্বীপ। পৃথিবীর মধ্যে এটি সর্ববৃহৎ উপদ্বীপ। এর উত্তরে সিরিয়া, পূর্বে পারস্য এবং উম্মান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লােহিত সাগর। এক সময়ে আরবদেশ পাঁচটি প্রদেশে বিভক্ত ছিল, যথা:তিহামা, হিযায, নজদ, য্যামন, উরু। প্রসিদ্ধ শহর ও বন্দরের নামমক্কা, মদীনা (ইয়াসরেব), তায়েফ, জেদ্দা। দেশটি মরুপ্রধান। কোথায়ও কোথায়ও বৃক্ষা-লতাদি জন্মে। এখানে খেজুর গাছ এবং বালা গাছই বেশী দেখা যায়। দেশের অভ্যন্তরে নদী-নালা নেই। তাই পানির খুব মভাব। খেজুরই খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। বৃক্ষালতাদিতৃণ শূন্য মরু অঞ্চলের ধূধূ প্রান্তরে তপ্ত বালু। তার উপর দিয়ে হাঁটা অসম্ভব। এখানকার প্রধান বাহন উট। মরুভুমিতে কখনও কখনও বালুর ঝড় বয়ে যায়। এ ঝড়কে বলা হয় সাইমুম। কখন ঝড় আসবে উট তা আঁচ করতে পারে। তাই সে বালুর মধ্যে মুখ-চোখ ঢুকিয়ে রেখে সময়মতাে আত্মরক্ষা করতে সক্ষম হয়। তাছাড়া, সে দীর্ঘ সময় পানি পান না করে বাঁচতে পারে। এসব কারণে উঠই মরু অঞ্চলের উপযুক্ত বাহন। তাই উঠকে মরুভূমির জাহাজ বলা হয়। আরব গ্রীষ্মপ্রধান দেশ। বৃষ্টিপাত এখানে নেই বললেই চলে।