"আমালিয়্যাতে কাশমীরি" বইটির সম্পর্কে কিছু কথা: ‘আমালিয়্যাতে কাশমীরী’ উলামায়ে কিরামের কাছে সমাদৃত তদবীরের একটি প্রসিদ্ধ কিতাব। বহু বছর আগে আমার পরিচিত কয়েকজন আলেমের কাছে বইটির নাম এবং তাতে কয়েকটি পরীক্ষিত উপকারী তদবীরের কথা শুনেছি। যেমন, সহজে প্রসব হওয়ার তদবীর, বুকে দুধ বৃদ্ধি করার তদবীর ইত্যাদি। কিন্তু কখনাে কিতাবটি দেখার সুযােগ হয়নি। বছরখানেক আগে আমার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় এ ধরনের আমল সম্বলিত একটি বই একাধিকবার আমার নিকট চেয়েছেন। কিন্তু দিবাে-দিচ্ছি বলে কেটে যায় কয়েক মাস। মনে মনে সংকল্প করলাম, আমি নিজেই এমন একটি বই সংকলন বা অনুবাদ করে তাদের হাতে তুলে দিবাে-ইনশাআল্লাহ। কিতাবের লেখক যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, শাইখুল হাদীস ওয়াত তাফসীর ওয়াল ফিক্হ আল্লামা আনওয়ার শাহ কাশমীরী রহ.। তিনি তাতে সন্নিবেশিত করেছেন তাঁর জীবনে পরীক্ষিত শতাধিক আমল, যে আমলসমূহের দ্বারা মানবজাতি যাবতীয় বিপদ-আপদ, বিবাহ-শাদী, সহজে প্রসব, সন্তানের হেফাযত, ব্যবসা-বাণিজ্য, কামাই-রােজগারে বরকত, জ্বিন-ভূতের আসর ইত্যাদি থেকে হেফাযতে থাকতে পারে। বাস্তবেও এর দ্বারা মানুষ অনেক উপকৃত হয়েছে। ইখলাসের সাথে এখনাে যদি কেউ আপন সমস্যা সমাধানের জন্য কিতাবে বর্ণিত নিয়ম-কানুন অনুসারে আমল করেন, ইনশাআল্লাহ তারও সমস্যা সমাধান হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। লেখক