"হায়াতুস্ সাহাবা (সকল খণ্ড একত্রে)" বইটির সম্পর্কে কিছু কথা: সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলতেন, “যে ব্যক্তি দ্বীনের রাস্তায় চলতে চায় সে যেন সেসব লােকের অনুসরণ করে যারা রাছুলের আদর্শে আদর্শবান হয়ে পরােলােকগমন করেছেন। আর তাঁরাই হলেন বিশ্বনবী -এর ছাহাবায়ে কেরাম আজমাঈন (রাঃ)। কারণ তাঁরা ছিলেন এ উম্মতের সর্বশ্রেষ্ঠ অংশ। তাঁদের অন্তর ছিল অত্যন্ত পবিত্র ও তাঁদের জ্ঞান ছিল সর্বাপেক্ষা গভীর। তাঁদের মধ্যে বিন্দু পরিমাণও কৃত্রিমতা ছিল না, মহান আল্লাহ তার নবীর সাহচর্য ও তার দ্বীন প্রচারের ক্ষেত্রে তাদেরকে বাছাই করেছিলেন। কাজেই তাদের সম্মানকে স্বীকার করে তাদের পথ অনুসরণ করা। তাদের আখলাক বা চরিত্রাবলি ও আদর্শকে শক্তভাবে ধারণ করা। কারণ তাঁরা সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিলেন।” বিশ্বনবী হযরত মুহাম্মদ তা-ও তাঁর সাহাবীগণের জীবনী এবং ঐতিহাসিক ঘটনাবলি ঈমানী শক্তি ও ইসলামী প্রেরণা হাসিলের এমন একটি উৎস যার মাধ্যমে উম্মতে মুহাম্মদী ও দ্বীনি দাওয়াতগুলাে সর্বদা ঈমানের শিখা গ্রহণ করেছে। এ বইটি সেসব মহাপুরুষের ইতিহাস সম্বলিত যাদের নিকট দ্বীনের দাওয়াত পৌছার পর তারা এর ওপর ঈমান এনেছেন এবং তাদের অন্তর সত্য বলে স্বীকৃতি দিয়েছিল।