“পাহাড়ে বিপন্ন জনপদ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ‘পাহাড়ে বিপন্ন জনপদ' গ্রন্থটি বিপ্লব রহমান লিখেছেন প্রায় দুই দশক ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রতিবেদন করার অভিজ্ঞতা নিয়ে। পার্বত্য চট্টগ্রামে অস্তিত্ব রক্ষার সংগ্রামে লড়াই করা গেরিলা নেতা সন্তু লারমার ১৯৯৪ সালে নেয়া সাক্ষাৎকার, এমএন লারমার ঐতিহাসিক চিঠি, জুম্ম জনগােষ্ঠীর বিপন্নতা, লােগাংসহ অনেকগুলাে গণহত্যার বিবরণ, ত্রিপুরার শরণার্থী শিবিরে উদ্বাস্তু মানুষজনের জীবনচিত্র, কল্পনা চাকমার অপহরণ, আদিবাসী জনগােষ্ঠীর ওপর বসতি স্থাপনকারীদের আগ্রাসনসহ।'পার্বত্য জীবনের অনেকগুলাে দিক উঠে এসেছে এই গ্রন্থে। প্রতিবেদকের চোখের সামনে ঘটে যাওয়া কিংবা অনুসন্ধানে উঠে আসা ঘটনাবলি বিশ্বস্ততার সাথে বর্ণনা করেছেন বিপ্লব রহমান, কিন্তু তার অবস্থান নিরপেক্ষ নয়। যে মমতা নিয়ে তিনি ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া মানুষগুলাের বিবরণ দিয়েছেন, অপরাধবােধে আক্রান্ত হয়েছেন ভিটেছাড়া শিশুদের মুখােমুখি হয়ে, তা এই গ্রন্থটিকে নিছক সাংবাদিকতার সীমা ছাড়িয়ে অনন্য একটি মানবিক দলিলের মর্যাদা দিয়েছে। কিন্তু একই সাথে তার বিবরণগুলাে বস্তুনিষ্ঠ এবং গভীর অনুসন্ধানী। পার্বত্য চট্টগ্রামের।সমাজ, সেখানকার মানুষদের ইতিহাস, কাপ্তাই বাঁধের ফলে পাহাড়ি জনপদের ডুবে যাওয়া এবং অসন্তোষের সূত্রপাত, ৭০ দশক থেকে আজ পর্যন্ত সেখানে ঘটে যাওয়া ঘটনাবলি, পার্বত্য চট্টগ্রামে সম্পাদিত শান্তিচুক্তির পূর্বাপর বিষয়াদি, পার্বত্য, অরণ্য-নদীগুলাের প্রতিবেশগত বিপন্নতা, জাতিগত বিদ্বেষের চাপিয়ে দেয়া নিপীড়ন, ভাতৃঘাতী অন্তকলহ, মুক্তিযুদ্ধে পাহাড়ি জাতিগােষ্ঠীর অংশগ্রহণের বিবরণ, জুম চাষ ও জুম চাষের সংস্কৃতিসহ পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা জানতে আগ্রহী, তাদের সকলের জন্য অবশ্যপাঠ্য গ্রন্থ ‘পাহাড়ে বিপন্ন জনপদ।