"কিয়ামতের আলামত বিষয়ে রাসূলুল্লাহ (সা.)-এর ভবিষ্যত বাণী" বইটি সম্পর্কে কিছু কথা: মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে বে-হিসাব ক্ষমতা দিয়ে রাখবেন। তার নির্দেশ ক্রমে বৃদ্ধি হবে, মাটিতে ঘাস উৎপন্ন হবে, প্রাণি সু স্বাস্থ ও সবল হয়ে যাবে, তাদের দুধ বৃদ্ধি পাবে, পৃথিবীকে নির্দেশ দিলে সে তার ধনভান্ডারসমূহ উন্মুক্ত করে দিবে। দুর্ভিক্ষের নির্দেশ দিলে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। মানুষকে হত্যা করার পর তাকে জীবিত হওয়ার নির্দেশ দিলে, সে জীবিত হয়ে যাবে। এভাবে অসম্ভব বিষয়সমূহ প্রদর্শন করানাের পর সে মানুষের নিকট দাবী করবে যে, আমি তােমাদের প্রভু, তােমরা আমাকে তােমাদের প্রভু হিসেবে মান। অসংখ্য দুর্বল ঈমানদার তার অসাভাবিক ক্ষমতা দেখে নিজেদের ঈমান হারিয়ে, তাকে স্বীয় প্রভু হিসেবে মানবে। নবী রায় বলেন: তার সাথে জান্নাত জাহান্নামও থাকবে, তার অনুসারীদেরকে সে জান্নাতে পাঠাবে, আর মূলত তা হবে জাহান্নাম, তাকে অমান্যকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, মূলত তা হবে জান্নাত। হুশিয়ার! নিজে নিজেকে ধ্বংসের প্রতি নিক্ষেপ করবে না।” অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে যে, “দাজ্জালের জাহান্নাম ঠাণ্ডা এবং মিষ্টি পানি হবে, অতএব ঐ অবস্থা দৃশ্যে যারা দুর্বল হয়ে যাবে, তাদের উচিত তার জাহান্নামে প্রবেশ করা”। কিয়ামতের আলামত সম্পর্কে এমনই সব অদ্ভুত ঘটনার বিস্তারিত বর্ননা করা হয়েছে এই বইতে।