"হতে চাই আলোকিত জ্ঞাণী" বইটি সম্পর্কে কিছু কথা: ইসলামী জ্ঞানের তথ্য সম্ভার হতে চাই আলােকিত জ্ঞানী” প্রকাশের প্রাক্কালে আল্লাহ তা'আলার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ্। সলাত ও সালাম পেশ করছি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মাদ (সা.)-এর প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কিন্তু আমরা অনেকেই এই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা সম্পর্কে অনেক কিছুই জানিনা। আর ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকায় মুসলিমরা একদিকে যেমন হীনমন্যতায় ভুগছে অপরদিকে দুনিয়া ও আখিরাতের প্রতিযােগিতা থেকে পিছিয়ে পড়ছে। তাছাড়া যেকোনভাবেই হােক কুরআন ও সুন্নাহভিত্তিক নির্ভেজাল ইসলামের নামে বহু ভেজাল তথ্য ও মিথ্যা কাহিনী সমাজে প্রচলিত হয়ে আছে। তাই ইসলাম সম্পর্কে নির্ভেজাল ও নির্ভরযােগ্য তথ্য জানা ও জানানাের মাধ্যমে আলােকিত জ্ঞানী তথা আলােকিত মানুষ তৈরির মিশন নিয়ে ২০১৫ সালে আমরা দেশের সর্বপ্রথম ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শাে “আলােকিত জ্ঞানী” প্রতিযােগিতার আয়ােজন করি, যে প্রতিযােগিতাটি ২০১৫ সালের রমাযান মাসে প্রতিদিন চ্যানেল নাইন-এ ইফতারের পূর্বক্ষণে সম্প্রচারিত হয়ে সকল শ্রেণী-পেশার দর্শকদের মাঝে অভূতপূর্ব সাড়া ফেলতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।