“তারকোভস্কির ডায়েরি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আন্দ্রেই তারকোভস্কি কিংবদন্তি ফিল্মমেকার। কবি পিতা ও অভিনেত্রী। মায়ের এই সন্তান নিজেই অনেকের বিবেচনায়। ফিল্মজগতের সর্বকালের শ্রেষ্ঠতম কবি। প্রবল। ধ্যানী এই মানুষটি জীবনের বাকে বাকে মুখােমুখি হয়েছেন অসংখ্য প্রতিবন্ধকতার, সেই আঘাতে হৃদয় তার ক্ষত-বিক্ষত হয়ে গেছে ঠিকই, তবুও তিনি ভেঙে পড়েননি। একইসঙ্গে অতি উজ্জ্বল প্রলােভনের হাতছানি তার চারপাশে সবসময়ই ছিল, কিন্তু তিনি একবিন্দুও করেননি আপস । ফলে পৃথিবী জোড়া খ্যাতি হলেও দিনের পর দিন তাকে কাটাতে হয়েছে ভীষণ অনিশ্চতায় ভেতর দিয়ে। অতি মানবিক এই মানুষটি তবু তার বিশ্বাসের। জায়গা থেকে এতটুকুও নড়েননি। তার জীবনবােধ, আধ্যাত্মিকতা, একান্ত আবেগ ও অনুভূতি, জীবন বিশ্লেষণ, স্বপ্ন, দুঃস্বপ্ন, প্রেম, মায়া, পরিকল্পনা... খুঁটিনাটি সবকিছু তিনি সুযােগ পেলেই লিখে রাখতেন নােটবুকে। ১৯৭০ থেকে। মৃত্যু, মানে ১৯৮৬ পর্যন্ত তার জীবনের শেষ ১৬। বছরের এ নােটবুক বা ডায়েরিও তার ফিল্মগুলাের। মতােই ফিল্মজগতে সমাদৃত হচ্ছে গুরুত্বপূর্ণ। টেক্সট হিসেবে। টাইম উইদিন টাইম’ নামক এ। ডায়েরির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ বাংলাদেশে খুব। সম্ভবত এই প্রথমবার প্রকাশ করা হলাে, । ‘তারকোভস্কির ডায়েরি’ নামে। পাঠক, আসুন, এই কিংবদন্তি ফিল্মমেকারের। দিনাতিপাতের বাস্তবগল্প শােনা যাক তার ডায়েরি থেকে...