"গল্পে হযরত উসমান (রা.)" বইয়ের ভূমিকাঃ ইসলাম আল্লাহর মনােনীত একমাত্র জীবনবিধান। দুনিয়ার সেরা নবী হজরত মুহাম্মদ (সা)-এর মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করেছে। আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা) এই শ্রেষ্ঠ বিধানকে সফলভাবে দুনিয়ায় কায়েম করে গেছেন। এ জন্য তাঁকে অনেক অনেক দুঃখ-কষ্ট ও অত্যাচার-নিপীড়ন সহ্য করতে হয়েছে। মহানবী (সা)-এর প্রিয় সাহাবিরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য কম চেষ্টা করেননি। তাদের সবার চেষ্টা-প্রচেষ্টার ফলে ইসলাম দুনিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল। তাই সাহাবিরাও সবার কাছে সমাদৃত ও সম্মানিত। এসব সাহাবির মধ্যে ইসলামের চার খলিফা ছিলেন অন্যতম। তাঁদের বিশাল ব্যক্তিত্ব এবং গুণাবলি এখনও আমাদের কাছে আলাের দিশা হয়ে আছে। তাই এ চারজন বিশিষ্ট খলিফার জীবন ও কর্ম জানা থাকা আমাদের প্রয়ােজন। আজকের দুনিয়ার চরম ও সীমাহীন নৈতিক অধঃপতনের যুগে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা)-এর জীবনের নানা দিক যেমন আলােচনা করা প্রয়ােজন, তার পাশাপাশি চার খলিফার জীবনকেও অনুধাবন করা প্রয়ােজন। বিশেষ করে আমাদের শিশু-কিশোরদের সামনে তাদের চরিত্রমাধুর্যের চিত্র তুলে ধরা খুবই জরুরি। এর ফলে আমাদের শিশুকিশােররা অনেক কিছু শিখতে পারবে এবং এই শিক্ষার আলােকে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তােলার সুযােগ পাবে। ‘গল্পে হজরত উসমান (রা)' বইটিতে ইসলামের তৃতীয় খলিফার জীবনের সামান্য কিছু দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি, আমাদের সােনামণি শিশু-কিশােররা বইটি পড়ে আমাদের প্রিয় খলিফার জীবন ও চরিত্র হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। এতে তাদের জীবন হবে সর্বাঙ্গীণ সুন্দর ও পবিত্র। বড়রাও এ বই থেকে অনেক কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ আমাদের এ নগণ্য প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।
ইকবাল কবীর মোহন কুমিল্লা জেলার কোতােয়ালি থানার বানাসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ ১৯৮৫ সালে শিক্ষানবীস অফিসার হিসেবে যােগদান করেন। বর্তমানে ব্যাংকের সিনিয়র নির্বাহী হিসেবে কর্মরত আছেন। তিনি একজন প্রথিতযশা লেখক হিসেবে সুপরিচিত। আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি শিশু সাহিত্যের ওপর তিনি নিয়মিত লিখছেন। দেশের অধিকাংশ দৈনিক ইত্তেফাক, সংগ্রাম, যুগান্তর, নয়া দিগন্ত ও ইনকিলাব ছাড়াও সাপ্তাহিক সােনার বাংলা, প্রতিচ্চিত্র, রােববার ও চিত্রবাংলায় তার লেখা ছাপা হচ্ছে। এছাড়া মাসিক শিশু, কিশাের কণ্ঠ, টইটুম্বুর, শিশুকিশাের দীনদুনিয়া ইত্যাদি পত্রিকায় তিনি নিয়মিত লিখছেন। ইতােমধ্যে তার চুয়াল্লিশটি বই প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজে সৌদীআরব, ভারত, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, হংকং, জার্মানী, ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর করেছেন।