"মেধাবী" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ বইটি তাদের জন্য, যারা নিজেদের ক্ষমতা উন্নয়নে স্বপ্ন দেখেন। প্রতিকূলতাকে জয় করে বিশ্বটাকে পাল্টে দেয়ার কিছু টিপস খুঁজছেন। একজন ছাত্র কী করে শিক্ষাজীবন অতিবাহিত করবে এর সুচারু বর্ণনা রয়েছে এই গ্রন্থে। শিক্ষাজীবনে একজন ছাত্রকে কেমনকরে মূল্যবান দিকনির্দেশনা দেয়া যায় সেই উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে বইটি। সেসব জ্ঞান আর পরামর্শ তারা একাডেমিকভাবে এই বই থেকে ধারণা অনুসরণ করবে। নিশ্চয়ই একটি ছাত্রকে শ্রেণিকক্ষে ভাল সঞ্চালক হিসেবে তৈরি হতে গ্রন্থটি দিকনির্দেশনা মূলক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। শিক্ষাজীবনে বইটি দুর্বল শিক্ষার্থীদের পক্ষে সাহায্য করবে। আবার এটিও আমাদের মনে রাখতে হবে আমরা জীবনের প্রয়ােজনে অথবা চলতেফিরতে কোনাে কারণে কিছু না কিছু শিখে থাকি বা কীভাবে শিখব তার চেষ্টা করি। এ চেষ্টা চলে শিক্ষাজীবনের শুরু থেকে শেষ ধাপ পর্যন্ত। অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শেখার শেষ নেই। কী করে ভাল ছাত্র হওয়ায় এবং আরাে সফল হতে কী কৌশল অবলম্বন করতে হবে সেটির শিক্ষা পাওয়া যাবে এই গ্রন্থপাঠে। টমাস আলভা এডিসনের মত শত শত মনীষীর সফলতা ব্যর্থতার মত শত শত উদাহরন রয়েছে বইটিতে।