"সহজে আরবী শিখি"বইটির ভূমিকা: الحمد لله الذي انزل القرآن بلسان عربي مبين، والصلاة والسلام على أفصح العرب المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين، ومن سار بهديه إلى يوم الين . أما بعد: আরবী ভাষা শিক্ষা করা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। কেননা ইসলাম ধর্মের মূল উৎস হল কুরআন ও হাদীস। আর এদুয়ের মূলভাষা হল আরবী। তাই কুরআন ও হাদীস বুঝতে হলে প্রথমে আরবী ভাষা শিখতে হবে। আধুনিক পদ্ধতি ও অতি সহজে আরবীভাষা শিক্ষার জন্যে আমি গত কয়েক বৎসর পূর্বে ‘কিভাবে আরবী শিখব' নামে একটি কিতাব সংকলন করি। আলহামদুলিল্লাহ কিতাবটি মাদরাসার ছাত্রদের মাঝে ব্যাপক সাড়া পায়। অনেক মাদরাসায় তা নিসাবভুক্ত করে; কিন্তু কিতাবটির বিষয়বস্তুগুলাে প্রাথমিক পর্যায়ের ছাত্রদের জন্য কঠিন হওয়ায় অনেকেই আমাকে পরামর্শ দেন— যেন আরাে সহজ করে প্রাথমিক পর্যায়ের তথা ইবতেদায়ী বা মীযান জামাতের ছাত্রদের উপযােগী করে আরেকটি কিতাব সংকলন করি। তাদের পরামর্শ মােতাবেক “সহজে আরবী শিখি”নামে এ কিতাবটি সংকলন করা হল। আশা করি, এ কিতাবটিও ছাত্রদের উপকারে আসবে। এছাড়া সাধারণ লােক যারা আরবীভাষা শিখতে আগ্রহী তাদের সুবিধার্থে প্রত্যেক দরছের শুরুতে আরবী শব্দার্থের উচ্চারণ দেওয়া হয়েছে। পরিশেষে আলাহ তায়ালার শাহী দরবারে দোয়া করছি- তিনি যেন, আমার এ ক্ষুদ্র খিদমতটিকে কবুল করেন। এর উছিলায় আমাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করেন। (আমিন)।