নাগরিক সাংবাদিকতা ভিত্তিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে ব্লগাররা আপনাপন লোকালয়ের হালহকিকত তুলে ধরেন শব্দে, ছবিতে, পডকাস্টে (অডিও-ভিডিও)। একজন ব্লগার নাগরিক প্রতিবাদে পাশে থাকেন ব্যক্তিগত অথবা জাতিগত আবেগ ও মতামত নিয়ে। ব্লগে লেখার বিষয়বস্তু এলাকার জনসভা ময়দান থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাই বিগত এক বছরে এ ব্লগে প্রকাশিত অসংখ্য লেখা থেকে মাত্র কিছু সংখ্যক লেখাকে মলাটবদ্ধ করা একটি দু:খজনক সীমাবদ্ধতা। তবুও প্রিয় নগরের নাব্যতা সংকট কাটিয়ে নাগরিক জীবনমুখী স্রোত বজায় রাখতে বদ্ধপরিকর ব্লগারদের তথা নাগরিক সাংবাদিকদের কিছু প্রয়াস, উচ্চারণ, প্রত্যাশাকে আরো অসংখ্য পাঠকরূপী নাগরিকের মাঝে ছড়িয়ে দিতে এই বই প্রকাশের উদ্যোগ।
লেখা বা পোস্টের পাশাপাশি মন্তব্য ব্লগের আলোচনায় সহমত কিংবা বিতর্কের আবহ জিইয়ে রাখে। পাঠকদের সেই মিথষ্ক্রিয়ায় দ্রবীভূত করতে বাছাইকৃত মন্তব্যও যুক্ত করা হয়েছে বইয়ে। ঘটনার সমসাময়িকতা স্পষ্ট করতে লেখা ও মন্তব্যের প্রকাশকালও দেয়া হয়েছে। ঘড়ির সময় মেলাতে মেলাতে পাঠক অবাক হবেন কিভাবে ২৪/ ৭ জুড়ে ব্লগার তথা নাগরিক সাংবাদিকরা নগরের কোণায় কোণায় ইট-সুরকির আড়ালে লুকিয়ে থাকা ঘটনা-রটনা-সামাজিকতা-অসামাজিকতা-ইতিহাস-রাজনীতি-সাহিত্যকে সচেতনভাবে তুলে এনেছেন! এক প্রান্তের নাগরিকের সাথে ভিন্ন প্রান্তের নাগরিকের যোগাযোগে নগর থেকে নগর নাব্য হয়ে উঠবে - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ সংকলন ’নগর নাব্য’ সে প্রত্যাশারই প্রতিফলন।
Title
নগর নাব্য : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ সংকলন ২০১২