‘নবজাতক’-এর পঁয়ত্রিশটি কবিতার মধ্যে তেত্রিশটিই লেখা হয় ১৯৩৫ থেকে ১৯৪০ সালের মধ্যে। ১৯৩৪ সালের জানুয়ারিতে বিহারে ভূমিকম্প হলে মহাত্মা গান্ধী তাকে বলেন অস্পৃশ্যতা পাপের জন্য বিধাতার শাপ। রবীন্দ্রনাথ এর তীব্র প্রতিবাদ করেন। ‘ভূমিকম্প’ কবিতাটি তখন লেখা। ‘মনুষ্যত্বের’ ‘দারুণ ধিক্কারের মধ্যে’ কবি পড়লেন তাঁর আটাত্তুর বছর বয়সে। বিজ্ঞান তখন তাঁর মনোযোগ কেড়ে নেয়। লেখেন ‘প্রশ্ন’ নামের কবিতা।
মিল্টন বিশ্বাস জন্ম : ৮ ফেব্র“য়ারি ১৯৭১ খ্রিষ্টান পরিবারে। ‘জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর কাব্যচিন্তা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৯৯ সালে এম.ফিল এবং ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিুবর্গের মানুষ’ রচনার জন্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি উপাধি লাভ। ২০০০ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনারত। ‘শালোম ফাউন্ডেশন’ (বিশ্বের নির্যাতিত খ্রিষ্টানদের পক্ষে যারা অ্যাডভোকেসি করে) নামে একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খ্রিষ্টান এনজিও ‘সিসিডিবি’র কমিশন সদস্য। প্রকাশিত গ্রন্থ : ‘শওকত আলী ও সেলিনা হোসেনের উপন্যাস : প্রসঙ্গ রাজনীতি’ ; ‘বাংলা কথা-সমালোচনা ও অন্যান্য প্রবন্ধ’ ; ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিুবর্গের মানুষ’।
জন্ম : ৮ ফেব্রুয়ারি ১৯৭১ খ্রিষ্টান পরিবারে। জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব। বসুর কাব্যচিন্তা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৯৯ সালে এমফিল এবং ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছােটগল্পে নিম্নবর্গের মানুষ’ রচনার জন্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি উপাধি লাভ । ২০০০ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনারত। শালােম ফাউন্ডেশন’ (বিশ্বের নির্যাতিত খ্রিষ্টানদের পক্ষে যারা অ্যাডভােকেসি করে) নামে একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খ্রিষ্টান এনজিও ‘সিসিডিবি’র কমিশন সদস্য। প্রকাশিত গ্রন্থ : শওকত আলী ও সেলিনা হােসেনের উপন্যাস : প্রসঙ্গ রাজনীতি’ ; বাংলা কথা-সমালােচনা ও অন্যান্য প্রবন্ধ ; তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছােটগল্পে নিম্নবর্গের মানুষ।