"ক্যাপ্টেন টমসনের গুপ্তধন" বইয়ের ফ্ল্যাপের লেখা: সৌরভ মুখােপাধ্যায় যখন ছােটদের জন্য কলম ধরেন, তখন ছােটদের সঙ্গে তাদের বাবা-কাকা-ঠাম্মা-জেঠিমারাও হামলে পড়েন। হাসি-মজা-রহস্য-কল্পবিজ্ঞান-ভূত-অ্যাডভেঞ্চার কিংবা অশ্রুসজল অনুভূতির গল্প—সর্বত্র তার অবাধ ও মসৃণ বিচরণ। মধ্য-উনিশ শতকের পেরু ও কোকোস দ্বীপকে কেন্দ্র করে সৌরভ লিখেছেন এক হাড় হিম-করা দীদর্ঘ কাহিনি ‘ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। ইতিহাস, কিংবদন্তী ও কল্পনার সীমা একাকার হয়ে গেছে এই গল্পে। পাঠকের শিরদাঁড়া টানটান রাখার যাবতীয় উপাদান এখানে মজুতসমুদ্র অভিযান, ষড়যন্ত্র, খুন, জলদস্যু, গুপ্তধন... ! তবু, আর পাঁচটা গড়পড়তা রােমাঞ্চ কাহিনির সঙ্গে এ-আখ্যানের অনেক ফারাক। এ গল্প শেষ করার পর স্তব্ধ হয়ে যেতে হয় করুণায়, আবেগে। সৌরভের তুরুপের তাস তার বেগবান ঝলমলে ভাষার চৌম্বক শক্তি। তার কলমের জাদু পাঠককে হাসাতে ও কাদাতে পারে লহমার মধ্যে। এই সংকলনে রয়েছে আরও নয়টি গল্প—লেখক ঘটিরাম, আবিষ্কারক ভেলকুনমামা, তান্ত্রিক করালী, পাখি-বিদ্বেষী খগেশচন্দ্র ও আরও নানান স্বাদের চরিত্র, বিচিত্র সব ঘটনার ঘনঘটা। সব মিলিয়ে এক অপূর্ব মায়াবি ক্যালাইডােস্কোপ।