ফ্ল্যাপে লিখা কথা রেখে গেলাম সে সব কথা ভুবন চিলের সাঁঝ দেখুক সবাই নগর পথে বিষাদ কারুকাজ আমি কোথাও থাকবো না, তাই শব্দ সাজাই আজ.............
ভূমিকা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম লিরিক আর লিরিকের পিছনের গল্প নিয়ে একটা বই করার কথা। কিন্তু যোগাযোগ হচ্ছিলো না কারও সাথে। বাপ্পীর সূত্র ধরে অন্বেষা প্রকাশনীর শাহাদাত ভাই এ ফোন পেলাম। কাজ শুরু করে দিলাম। লম্বা সময়ে নিয়ে এক সময় পান্ডুলিপির কাজ শেষ হলো এ এক অসাধারণ অনুভূতি। একটা ভাল লিরিক শেষ করার অপার্থিব মুহূর্ত। আমি নিতান্তই অশিক্ষিত গীতিকার। শব্দরা আসে, আমি চারপাশে এক অদ্ভূত দৃশ্যকল্প দেখি, দৃশ্যকল্প দেখতে দেখতে এক সময় দেখি লেখা শেষ।
সূচিপত্র পরী নস্টালজিয়া..পরী! মার ঘুরিয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০০১-এর অফিসিয়াল থিম সং এবং কিছু আন অফিসিয়াল কথাকার্তা... আঙুলগুলো আঙুল খোঁজে, কই! আঁধার রঙে একটা ছবি আঁকি বৃষ্টি পড়ে নস্টালজিয়া... বৃষ্টি পড়ে আমি কোথাও থাকবো না, তাই শব্দ সাজাই আজ আমার মন খারাপের পরেও ছুটির দিন বর্ষা অনূভূতি সামনে দাঁড়াও মেঘবালিকা নষ্টালজিয়া..মেঘবালিকা ফিরে পেতে চাই নষ্টালজিয়া..ফিরে পেতে চাই! চোখটা ঢাকি দু হাত দিয়ে আমি যখন স্বপ্ন দেখি বন্ধু থেকো নষ্টালজিয়া বন্ধু থেকো হাসিমুখে আমি তখন বিষাদ নিয়েই হাঁটি একজন গান শুনে উদাসী বহুদূর কোন চোখেতে নষ্টালজিয়া চার দেয়ালে বন্দি ভোরের ঘুম নষ্টালজিয়া....চার দেয়ালে বন্দি ভোরের ঘুম ফিনিক্স জেগে ওঠে কোন নাগরিক দ্বিধার বসত বৃষ্টি নস্টালজিয়া প্রলাপ অখবা কিছুই না
রানা। পুরাে নাম শেখ আবদুল্লাহ আল মতিন। ১৯৭৫ এর ১৫ আগস্ট ঢাকাতে জন্ম আর বেড়ে ওঠা হাইকোর্ট কম্পাউন্ড এর সবুজ নির্ভার পরিবেশে। রেসিডেন্সিয়েল মডেল কলেজ থেকে স্কুল আর কলেজ। সেখানেও সবুজ আর সবুজ। আকাশ, বৃষ্টি আর সবুজের প্রতি মুগ্ধতায় শব্দচয়ন শুরু। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে পড়া শেষ না করে ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পড়া। তারপর লম্বা সময় দেশ আর দেশের বাইরে বােহেমিয়ান জীবন। দেশে ফিরে আবার লিরিকে মনােনিবেশ । লিরিক লিখছেন ৯৯-২০০০ থেকে । সুমন আর সঞ্জীব চৌধুরীর লিরিকের ভক্ত। বাপ্পা মজুমদারের অসাধারণ সুরে লিরিকগুলাে দারুন সব গান হয়েছে একের পর এক। ইদানিং নাগরিক লিরিক লিখছেন বেশি। ব্লগে লেখালেখি করেন নস্টালজিক নামে। চোখ ভর্তি শব্দ পাখির দল নিয়ে ঘুড়ে বেড়াতে ভালােবাসেন। আজ তােমার মন খারাপ মেয়ে’- লেখকের প্রথম প্রকাশিত লিরিকের বই।