“বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ গ্রন্থের লেখক একজন মেধাবী ছাত্র, মেধাবী শিক্ষক, অভিজ্ঞ আমলা, শিকড়সন্ধানী লেখক ও সুশাসন কর্মী। তিনি চৌদ্দ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে সাংবাদিকতা করেছেন । মাঠ-প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক হিসেবে চাকরিকালে বাংলার আনাচে-কানাচে ঘুরে বেড়ানাের সুযােগ পেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ও শিক্ষক হিসেবে সিভিল সার্ভিসের ইতিহাস পড়েছেন এবং পড়িয়েছেন । এনএপিডি এবং পিএটিসিতে প্রধান নির্বাহী থাকাকালে দেশের সকল ক্যাডারের শিক্ষানবিস, মধ্যম-সোপান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে দেখেছেন ।। ৩৩ বছরের কর্মজীবনে উল্লেখযােগ্য সংখ্যক স্বনামধন্য সিনিয়র অফিসারের তত্ত্ববধানে কাজ করেছেন। ব্যাপক তথ্য সংগ্রহ ও সার্বিক অভিজ্ঞতার আলােকে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ইতিহাস' গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটিতে অনেক অজানা তথ্য সন্নিবেশিত হয়েছে। সম্ভবত সিভিল সার্ভিসের উপর এমন ব্যাপক তথ্যবহুল বই এটিই প্রথম। আশা করা যায়, গ্রন্থটি শিক্ষক, শিক্ষার্থী, ইতিহাসবিদ, গবেষকসহ সকল সুশীল সেবক ও পাঠকের কাছেই সমাদৃত হবে।