ফ্ল্যাপে লেখা কিছু কথা তিনি বাউলকুল শিরোমণি ফকির লালন শাহ এর উপর নিরলস গবেষণা করে যাচ্ছে।তার রচিত লালন শাহ্ এর উপর প্রকাশিত ইংরেজি মৌলিক গবেষণা গ্রন্থ----- ইতোমধ্যে দেশে বিদেশে সমাদৃত এবং প্রসংসিত হয়েছে।লালন শাহের উপর বাংলা ভাষায় মৌলিক গবেষণা গ্রন্থ ‘লালন শাহ: গ্রামীণ রেনেসাঁর জনক’বাংলা একাডেমী কর্তৃক প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশের খ্যাতনামা সবগুলো দৈনিকেই তার সাহিত্য বিষয়ক এবং লালন প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।এছাড়াও দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানের গবেষণা পত্রিকা/জার্নালে নিয়মিত গবেষণা প্রবন্ধ লিখে চলেছেন। তিনি ফকির লালন শাহ্ এর উপর বাংলাদেশ টেলিভিশনে ‘অচিন মানুষ’নামক ধারাবাহিক গবেষণাধর্মী অনুষ্ঠান গ্রন্থনা নামক উপস্থাপনা করে থাকেন।এছাড়া বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় গবেষক হিসেবে অংশ গ্রহণ করে আসছেন। আবু ইসহাস হোসেন ‘নতুন কল্পোল’ নামে মাসিক সাহিত্য পত্রিকা নিয়মিত সম্পাদনা করে থাকেন।ব্যক্তিগত জীবনে তিন এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। সূচিপত্র *নজরুলের মানসভঙ্গি *অনালোচিত নজরুল : কার্পাস ডাঙ্গায় *কাজী নজরুল ইসলাম : লোকায়ত ও সাম্যবাদী চেতনা *ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নজরুল *নজরুল সাহিত্য অসাম্প্রদায়িক চেতনা *নজরুল সাহিত্যের ভাষা বৈশিষ্ট্য *যদি আর বাঁশি না বাজে *যে বেদনা দেখেনি কেউ *নজরুল ও গণমাধ্যম *প্রসঙ্গ : সাম্যবাদী *নজরুল-রচনায় মানবতা *শ্রুতিতে নজরুল-সঙ্গীত *নজরুল প্রবন্ধ সাহিত্য *নজরুরের ধর্ম ভাবনা
আবু ইসহাক হােসেন জন্ম সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার তালম গ্রামে ২৫ নভেম্বর ১৯৭৪ সালে। তবে মায়ের দেওয়া তথ্য মতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাঝামাঝি সময় তার জন্ম । চাচার কাছে পড়াশােনার হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স । একই বিভাগে ফকির লালন সাঁইয়ের উপর পিএইচডি গবেষণারত। কবিতা লেখার মধ্য দিয়ে লেখালেখি শুরু হলেও উপন্যাস, গল্প, ছড়া লিখছেন সমানভাবে। তবে তাকে সবচেয়ে বেশি টানে একাডেমিক গবেষণা। ইতােমধ্যে প্রাতিষ্ঠানিক গবেষক হিসেবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছেন । তিনি নিরন্তর লিখে চলেছেন বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী গ্রন্থ । লালন ফকিরের উপর রচিত তাঁর মৌলিক গবেষণা গ্রন্থ দেশে বিদেশে সমাদৃত । তিনি ক্রমেই নিজেকে ছড়িয়ে দিচ্ছেন সাহিত্যের বিভিন্ন শাখায় । ২০০৯ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিতভাবে অচিন মানুষ নামে বাউল দর্শনের উপর গবেষণাধর্মী অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করে আসছেন। প্রায় দীর্ঘ সাত বছর তিনি নতুন কল্লোল সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন এবং দীর্ঘদিন ধরে একতারা নামক একাডেমিক জার্নাল সম্পাদনা করছেন। গবেষণার জন্য জাতীয় মানবধিকার সােসাইটি স্বর্ণপদক, বজ্রকণ্ঠ সম্মাননা ও বাউল বাজার সম্মাননা তিনি লাভ করেছেন।