"হাউ টু এনরিচ ইওর ম্যারেজ অ্যান্ড ইওর লাইফ" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ বিবাহ আর কিছুই নয়, শুধুমাত্র দু'জনের মাঝে পারস্পরিক ভালােবাসা, সমঝােতা, মত বিনিময়, একই ছাদের নিচে সুখে-দুঃখে বসবাস, মনােস্তাত্ত্বিকভাবে নারী ও পুরুষ একে অপরকে বুঝতে চায়, এ এমনই পথ যার মাঝে রয়েছে অতীন্দ্রিয় ভালােবাসা-ধর্মীয় আবেগ অনুভূতি হৃদয়ে ঠাই করে নেয়। বৈবাহিক জীবন সুখী, সমৃদ্ধ করতে এ বইটি নির্দেশিকা হিসাবে কাজ করবে, বিবাহিত জীবনে অনেক সমস্যা হয়ে থাকে, এ বইটি সে সমাধানে অনুপ্রেরণা যােগাবে। স্বামী ও স্ত্রীর মাঝে শুধু দৈহিক নয় গভীর মনােস্তাত্ত্বিক সম্পর্ক দৃঢ় করতেই লেখকের প্রচেষ্টা। নারী ও পুরুষ দু'টি হৃদয় একই বৃত্তে মিশে যাওয়া, বিবাহের মধ্যে দিয়ে দম্পতি-এবং পরিবার-একে অপরকে ভালােবাসতে শেখে; সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করে, হৃদয়ের সব ভালােবাসা দিয়ে নর-নারী সবার মন জয় করে। এ বইটি সব দম্পতির জন্য সুপারিশ করছি। ‘সিক্রেটস অব লাইফ' (সাফল্যের গােপন কথা) বইটির লেখক জে:ডােনাল্ড ওয়াল্টার্স, তার প্রতিটি বই সর্বশ্রেণীর লােকের জীবন চলার পথে অসাধারণ আবেদন সৃষ্টি করে। বিষয়বস্তুকে তিনি অত্যন্ত আন্তরিকতা ও প্রজ্ঞার সাথে বর্ণনা করেন। সারা পৃথিবীর মানুষের কাছে ক্রীড়ানন্দ নামেই পরিচিত, এ বিশ্বনন্দিত লেখক ৬০টিরও বেশি বই লিখেছেন। তার বইয়ের বিষয়বস্তু হচ্ছে নেতৃত্ব থেকে সম্পর্ক, ধ্যান জ্ঞান থেকে সৃষ্টিশীল চিন্তার প্রকাশ। তার প্রতিটি বই পাঠক সমাজের কাছে পারিবারিক, সামাজিক এবং দাম্পত্য জীবনে সহায়ক ভূমিকা পালন করে।
মােস্তফা আরিফ ১৯৭২ সালের ৬ অক্টোবর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যােগ দেন ১৯৯৯ সালে। দৈনিক অর্থনীতি পত্রিকায় সাব এডিটর হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০০২ থেকে ২০০৪ এপ্রিল পর্যন্ত নিউজ টু ডে, ২০০৪ সালের মে থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক নয়া দিগন্ত, ২০১৩-তে দি নিউ এজ, ২০১৪-তে দি ডেইলি অবজারভারে কাজ করেন। প্রথম বই অনুবাদ করেন মাইকেল এইচ হার্টের ‘দি হান্ড্রেড'। এছাড়া জ্যাকুলিন সুসানের ‘লাভ মেশিন’, মারিও পুজোর ‘দি ডার্ক এরিনা, টাইম ম্যাগাজিন অবলম্বনে ‘এশিয়াকে গড়ল যারা’, ‘বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ শত মনীষী’, পল ক্রিসবাসজেকের ‘জরাথুস্ট্রের সন্ধানে', লুইস সলােমনের ‘দি গ্রেট আনসলভড ক্রাইমস', বিজয় প্রকাশের ‘মেমরি পাওয়ার', আর্থার গােল্ডেনের ‘মেমরিজ অব এ গিসা', এ.জি.ডি ম্যারনের ‘মাফিয়া’, জে, ডােনাল্ড ওয়াল্টার্সের ‘হাউ টু এনরিচ ইওর ম্যারেজ অ্যান্ড ইওর লাইফ, উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসনের মাইন্ড পাওয়ার: দি সিক্রেট অব মেন্টাল ম্যাজিক, অ্যালেন লেকেনের হাউ টু গেট কন্ট্রোল অব ইওর টাইম অ্যান্ড ইওর লাইফ এবং মেরিলিন পাপানাের ফরবিডেন স্ট্রেঞ্জার তার উল্লেখযােগ্য অনুবাদ গ্রন্থ।