"ফান্ডামেন্টাল অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং"This books Preface: PREFACE TO THE THIRD EDITION It's just a revised edition of the "Fundamentals of Mechanical Engineering" book including more updated recruitment exam questions. PREFACE TO THE SECOND EDITION By the grace of Almighty Allah the 2nd edition of “Mechanical Engineering Job Preparation” has been published as "Fundamentals of Mechanical Engineering". This book has been designed to emphasizing on the basics of Mechanical Engineering. Contents have been arranged in chapter-wise and are put together for the better preparation in any competitive examination. In this edition, 200 Mathematical problems with solutions and Solutions of recent recruitment examinations have been added. I wish to express my sincere thanks and gratitude to all my friends, juniors, seniors and well-wishers for their valuable suggestions and efforts for the publication of this edition. This carefully prepared and reviewed book may contain some errors. The author will be thankful to the readers for bringing them to his notice and these will be rectified in next edition. - Emran Hossain
বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের বিভিন্ন বিষয়ে লেখাপড়া করা শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে ও তাদের পড়াশোনার বিভিন্ন দিক সহজভাবে বুঝিয়ে ইঞ্জিনিয়ারিং এর উপর বই লিখেছেন এমরান হোসেন। তিনি নিজে একজন প্রকৌশলী, এবং তাই তিনি বোঝেন প্রকৌশল বিষয়ে পড়াশোনা সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর কতটা অমানুষিক শ্রমের ভেতর দিয়ে যেতে হয়। আর তাই তাদের পড়ালেখাকে সহজ করতে ইঞ্জিনিয়ারিং এর নানা দিক বুঝিয়ে দিয়ে তিনি রচনা করে যাচ্ছেন নানা বই, যা সাহায্য করে যাচ্ছে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীকে। ১৯৯১ সালের ১৫ অক্টোবর এমরান হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর থানায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েন উদ্দীন, যিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং তাঁর মা রেহেনা পারভীন হলেন একজন গৃহিণী। তাঁর শৈশব ও কৈশোর গ্রামেই অতিবাহিত হয় বিধায় তাঁর শিক্ষাজীবনের শুরুও সেখানেই। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ গ্রামেই সম্পন্ন করে থানা সদরের সরকারি কলেজে তিনি ভর্তি হন এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হন এবং ২০১৪ সালে এখান থেকেই স্নাতক পাশ করেন এবং একজন যন্ত্রপ্রকৌশলীতে পরিণত হন। এমরান হোসেন এর বই সমূহ মূলত ইংরেজি ভাষায় রচিত এবং বইগুলোতে তিনি তুলে ধরেছেন প্রকৌশল বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ দিকসমূহ, যেগুলো পড়ে প্রকৌশলের শিক্ষার্থীগণ সহজেই বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন এবং করতে পারবেন ভালো ফলাফল। এমরান হোসেন এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'Fundamentals of Mechanical Engineering', 'Engineers Cafe (Civil Engineering)', 'Engineers Cafe (Mechanical And Electrical Engineering), 'Mechanical Engineering Formula Guide' ইত্যাদি। এছাড়াও তিনি বিভিন্ন প্রকৌশল ফর্মুলা বিষয়ক বই এবং যন্ত্রপ্রকৌশলের শিক্ষার্থীদের জন্য চাকরির সহায়ক বইও রচনা করেছেন৷ তাঁর রচিত বইগুলো সাহায্য করে যাচ্ছে এদেশের অসংখ্য ভবিষ্যৎ প্রকৌশলীকে। শিক্ষার্থীরা প্রকৌশলবিদ্যা রপ্ত করতে প্রতিনিয়তই দ্বারস্থ হচ্ছে তাঁর রচিত এসকল বইয়ের।