ক্ষণস্থায়ী এ জীবনের অনুভূতি কত বিচিত্র। কত তুচ্ছ কারণে চোখ ঝাপসা হয়ে যায়,আবার ওলট-পালট করা ঝড়েও কী শান্ত, কী স্থির মানুষের হৃদয়। ভালোবাসার গল্পগুলোতেও তাই ছড়িয়ে খাকে রহস্যময়তা,বৈচিত্র্য। সে সব গল্প ঢেউ তোলে হৃদয়ে,মনে পড়ে যায় ফেলে আসা দিন,অন্তবিহীন...
২০১১ সালের ১৭ই মে দেশে বিদেশে ছড়িয়ে থাকা শত শত বাংলাদেশীর অজানা সব ভালবাসার গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে জন্ম হয় ভালবাসার গল্প ফেসবুক পেইজটির। শুরু থেকেই আমাদের চেষ্টা ছিল পেইজটিতে শুধু প্রেমের গল্প প্রকাশ না করে সার্বজনীন ভালবাসার ধারণা থেকে লেখা গল্পগুলো প্রকাশ করা। এই ভালবাসা হতে পারে মা বাবার জন্য, সন্তানের জন্য, বন্ধুর জন্য, দেশের জন্য অথবা রোজ সকালে জানালার পাশে বসে কিচির মিচির করা চড়ুই পাখীটার জন্য।
আমরা ভালবাসার গল্প পেইজ থেকে আয়োজন করেছি অনেকগুলো ইভেন্ট। প্রতিটা ইভেন্টে আমরা চেষ্টা করেছি দেশের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য কিছু করতে। বিজয় দিবসে “আমার বন্ধু রাসেদ” ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয় সুবিধা বঞ্চিত বেশ কিছু ছেলেমেয়ের জন্য। তীব্র শীতের সময় নিজেদের উদ্যোগে গরম কাপড় সংগ্রহ করে বিতরণ করেছি আমরা। পেইজের জন্মদিনে ঢাকা ও চট্টগ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ভালবাসা নামের অনুভূতিটাকে সাথে নিয়ে আমাদের অনেকদূর যাবার ইচ্ছে। আমাদের পেইজে প্রকাশিত গল্প নিয়ে এই স্বপ্নের সংকলনটা আমারা দ্বিতীয় বারের মত প্রকাশ করেছি ,সেটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনভাবেই সম্ভব ছিল না। আপনার পাশে আছেন বলেই,আমরা সাহস পাই । সব সময় পাশে থাকবেন, এটিই প্রত্যাশা...