“ধর্ম ও বাস্তবতার আলোকে যেভাবে সফল হবেন" বইটির ভূমিকা থেকে নেয়াঃ এটি এমন একটা বই যার ভূমিকা লিখতে গিয়ে ভণিতা করা যায় না। এ লেখার প্রধান বিষয়াবলী হল জীবনে সফলতার প্রয়ােজনে ধর্ম ও বাস্তবতা থেকে প্রমাণ নিয়ে তবেই এগিয়ে চলা। মানুষের অফুরন্ত শক্তি ও সম্ভাবনা শিকল পরিয়ে রাখে বহু ভ্রান্ত বিশ্বাস, সে শৃঙ্খল থেকে মহামুক্তির প্রয়ােজনে ধর্ম ও বাস্তবতা বিশাল ভূমিকা রাখে। কায়েমী স্বার্থ সৃষ্টিকারীরা বেশির ভাগ ক্ষেত্রেই মানুষের মনােজগৎকে জিঞ্জির পরিয়ে রাখার জন্য কোনাে কোনাে লেখকের লেখাকেও এমনভাবে ব্যবহার করে যাতে কায়েমীদের লাভ হয়। সাধারণতঃ যা চোখের সামনে থাকে তা মনােজগতে নাও থাকতে পারে। অথচ, মনােজগতে যা তাকে তা মনেতাে থাকেই প্রকাশ্যে রূপ দেয়াও অসম্ভব নয়। অতএব, স্বপ্ন যদি থাকে সফলতার, প্রতিষ্ঠার, তা হলে জ্ঞান চক্ষুতে পথ চিনতে হয়, মনের আয়নায় ছবি দেখতে হয়। সে সবের পথের দিশা পেয়ে প্রতিষ্ঠা অর্জনের স্বপ্ন দেখা মানুষের আজন্ম লালিত আশা। কিন্তু অনেকে পথেই পথ হারায়। কারণ তারা ধর্ম ও বাস্তবতার শিক্ষা নিতে চায় না। অথচ সে শিক্ষা জীবন গড়নে অতীব জরুরী ও মূল্যবান উপাদান। আমাদের এ বিশ্বে ধর্ম ও প্রকৃতিতে সে উপাদান রয়েছে। এ জন্য মনােচক্ষু চাই। চাই পথ প্রদর্শকের নির্দেশনা। সে পথের দিশা খুঁজতে গিয়ে যে যে উপাদানগুলাে মনে ও চোখে ভাল লেগেছে তা নিয়েই এ বই রচনা।