"বাংলায় মুসলমানের ইতিহাস" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলায় মুসলমান শাসকদের আগমনের পর থেকে বিভিন্ন কারণে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব ও বিরােধের সূত্রপাত্র ঘটেছিল। সেই সব বিষয় বাংলাভাগের সময় আরাে প্রকট হয়ে ওঠে। কিন্তু বাংলার দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক সম্প্রীতিও ছিল। জাহিরুল হাসান এই গ্রন্থে নিপুণ শিল্পীর মতাে বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস যেমন তুলে ধরেছেন, অন্যদিকে তিনি যুক্তির নিরিখে খণ্ডন করেছেন অনেক তথ্য। ইতিহাস অনুরাগীদের জন্য যা নতুন প্রেরণা যােগাতে ভূমিকা রাখবে বলে দাবি করা যায়। যে কারণে গ্রন্থটি শিক্ষার্থী এবং গবেষকদের জন্যও জরুরি। মুসলমানকেন্দ্রিক হলেও, আসলে এটি বাংলারই ইতিহাস এবং বৃহত্তর অর্থে ভারত, মধ্য-এশিয়া ও মধ্যপ্রাচ্যেরও। এই ইতিহাস ধর্ম-নির্বিশেষে প্রতিটি বাঙালিরই জানা দরকার। তাতে অনেক ভুল- বােঝাবুঝির অবসান হবে। ইতিহাসকে এখানে খুবই সাবলীল ভঙ্গিতে এবং নতুন দৃষ্টিতে পরিবেশন করা হয়েছে। খণ্ডন করা হয়েছে ইতিহাসের অনেক মিথ। প্রাইসলাম আমল থেকে সুলতানি আমলের প্রথম একশাে বছরের ইতিহাস সুশৃঙ্খলভাবে বিধৃত। প্রসঙ্গক্রমে, পরবর্তী সময়েরও অনেক কথা এসেছে বিক্ষিপ্তভাবে। ফলে প্রায় গােটা মুসলমান শাসনের ইতিহাস পাওয়া যাবে এই একটি খণ্ডে।