"মাযহাবের গোড়ার কথা" বইটির সম্পর্কে কিছু কথা: সংক্ষিপ্ত এ প্রবন্ধ দ্বারা মানুষকে হানাফী ফিকহের দিকে আহ্বান করা, তা প্রচার-প্রসার করা, বা তার বিরুদ্ধবাদীদের বা হানাফী ছাড়া অন্যান্য মত ও পথের অনুসারীদের প্রতিবাদ ও প্রতিরােধ করা আমার উদ্দেশ্য নয়। কারণ ফি ভিত্তিক এসব মত-পথ স্বতন্ত্র কোনাে শরীয়ত নয় যে, তার দিকে মানুষকে আহ্বান করে একপক্ষ অন্যপক্ষের উপর প্রতিবাদ, প্রতিরােধ ও গালমন্দ করবে বা একপক্ষ অন্যপক্ষকে ভ্রান্ত সাব্যস্ত করবে। ইজতিহাদ ভিত্তিক এসব মাযহাব কেবলই আমলের পথ বিশেষ, যা পথ চলার জন্য সুগম করা হয়েছে। এগুলাে যুদ্ধ-বিগ্রহের জন্যে প্রস্তুতকৃত কোনাে কুরুক্ষেত্র নয়। বিশেষ করে বর্তমানের নাজুক এ সময়ে- যখন কি না। মুসলমানদের মাঝে শত-সহস্র বিতর্কিত বিষয় বিদ্যমান- নতুন কোনাে বিতর্ক-বহ্নিতে হাওয়া দেওয়া সমীচীন হতে পারে। ছােট কলেবরের এ প্রবন্ধ রচনার উদ্দেশ্য মৌলিকভাবে কুরআন ও হাদীসের বিশুদ্ধ উদ্ধৃতি ও সুস্থ যুক্তি-বুদ্ধির আলােকে ইজতিহাদ ও তাকলীদ বিষয়ে আলােকপাত করা এবং শুধু এ কথা তুলে ধরা যে, নির্ভরযােগ্য ও প্রমাণসমৃদ্ধ তথা শরীয়তভিত্তিক কোনাে ইজতিহাদের তাকলীদ করা ‘বিদআতে সায়্যিআ’ নয় যে একে তিরষ্কারযােগ্য ও এর অনুসারীকে। আপত্তিযােগ্য মনে করা হবে। বরং এটা অতীতের সালাফ থেকে আরম্ভ করে বর্তমানের খালাফ পর্যন্ত দ্বীনের স্বীকৃত পথ বলে পরিগণিত। নিজেদের দ্বীনের হেফাজতের এ ছাড়া অন্য কোনাে পন্থা আছে বলে উম্মত মনে করেনি।