"হাদীসে রাসূল সা." বইটির সম্পর্কে কিছু কথা: এ কিতাবের সংকলন নীতি বর্তমান বাজারে প্রচলিত গতানুগতিক ধারার বিপরীতে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রমাণসমৃদ্ধ কিতাব, যাতে মুসলমানদের মাঝে বাহ্যতঃ মতবিরােধপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল ছাড়াও স্থান পেয়েছে এমনকিছু গুনাহের ব্যাপারে আলােচনা, যেগুলাে মুসলমানদের মাঝে ব্যাপক হারে বিরাজমান। কিতাবটির নাম ‘হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ হলেও এতে শুধু কিছু হাদীস জমা করে দেয়া হয়েছে এমন নয়। বরং নির্দিষ্ট একটি নীতিমালার আলােকে মাসাইলসমূহকে প্রমাণসমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমাদের আত্মবিশ্বাস এধরণের রচনা বাংলা ভাষায় বাজারে এটি প্রথম না হলেও প্রথম সারির তাে অবশ্য। কিতাবে অনুসরণীয় কিছু নীতিমালা নিম্নে উল্লেখ করা হলাে: ১. সংশ্লিষ্ট শিরােনামের অধীনে এতদ্সংক্রান্ত শক্তিশালী ও সুস্পষ্ট হাদীস খানা প্রথমে আরবীতে (প্রয়ােজনে সংক্ষিপ্ত করে মূল দাবীর সমর্থনসূচক বাক্যটি রেখে) উপস্থাপন করা হয়েছে। সাথে সাথে আরবীতে দু'একটি হাদীসের কিতাবের হাওয়ালাও দেয়া হয়েছে। ২. দ্বিতীয় পর্যায়ে সংশ্লিষ্ট হাদীসের সরল বঙ্গানুবাদ করে প্রয়ােজনে শিরােনামে উল্লেখিত দাবী কিভাবে প্রমাণিত হল তা দেখানাে হয়েছে। ৩. হাদীসের তরজমার শেষে সূত্র বলে হাদীস খানার একাধিক প্রমাণপঞ্জি থেকে শুধুমাত্র কয়েকখানা গ্রন্থের নাম, খন্ড, পৃষ্ঠা ও হাদীস নম্বর দেয়া হয়েছে। ৪. হাদীসখানা সহীহাইন তথা বুখারী ও মুসলিম শরীফের হলে সেটার সনদ তাহকীক করা হয়নি। যেহেতু বুখারী ও মুসলিম শরীফ বিশুদ্ধতম কিতাব হওয়ার ব্যাপারে উম্মতের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। ৫. হাদীসখানা সহীহাইনের বাহিরের কোন কিতাব থেকে হলে তার মান নির্ণয়ের জন্য সনদ ও মতন নিয়ে সংক্ষিপ্তাকারে আলােচনা করা হয়েছে