"হৃদয় থেকে" বইয়ের সূচীপত্র: খােদায়ী নীতিমালার বৈশ্বিক ছকে বাংলাদেশ.....১৩ বিনয়, নিষ্ঠা ও বড়দের প্রতি শ্রদ্ধা : ইসলামী কর্মধারার পবিত্র প্রেরণা.....২৩ গণমানুষের হৃদয়রাজ্যে যাদের শাসন চলে.....২৭ ধ্বংসের দিগন্তেই আবার উদিত হবে নতুন সােনালি ভাের.....৩১ বিজ্ঞানের চরম উৎকর্ষের এ যুগেও মানুষ কত অসহায়.....৩৫ কোটি কোটি মানুষের ইসলামগ্রহণ ও বিশ্বব্যাপী অখণ্ড সমাজব্যবস্থা প্রসঙ্গে.....৪৩ সব কূটকৌশল মার খেয়ে যাবে ঈমান আস্থা ও জিহাদের কাছে.....৫০ উপমহাদেশে ইসলাম : বর্তমান প্রেক্ষাপট.....৬০ নববী আধ্যাত্মিকতার আলােয় বিশ্বমানচিত্রে নতুন ছক.....৬৮ সফর থেকে শেখা ও সফরের শিক্ষা.....৭৬ অচিরেই পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে.....৯১ স্মৃতির সফর : আনন্দ বেদনার দোলা.....৯৬ দেখা হয় নাই দুই চক্ষু মেলিয়া.....১০৩ আল্লাহর মনােনীত ভূখণ্ডে ইসলামের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না.....১১০ আমার যে সব দিতে হবে সেততা আমি জানি.....১১৭ ভ্রমি বিস্ময়ে নিবিড় নিকটে.....১২৫ অনুভবে অম্লান অন্তিম শয়ান.....১৩২ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া.....১৪৮ বিশ্বনেতৃত্বে মুসলমানদের প্রভাব দিন দিনই বাড়ছে.....১৫৫ মানবতার গর্ব মুষ্টিযােদ্ধা মােহাম্মদ আলী.....১৬৪ দিল্লির দুই শাসক ও খাজা নিজামউদ্দীন আউলিয়া হনূজ দিল্লি দূর আস্ত.....১৭০ কার পাপে এই খরতাপ অসহ্য গরম.....১৭৪ জাতীয় অগ্রগতিতে সিয়াম ও যাকাত.....১৭৯ নিখুঁত আত্মনিবেদনই ধর্মের মূল প্রেরণা.....১৮৪ যাদের প্রচেষ্টায় বাংলাদেশ হবে আধুনিক ইসলামী রাষ্ট্রের মডেল.....১৯১
কিশোরগঞ্জের কৃতিসন্তান দেশবরেণ্য আলেমে-দীন ও সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খান (রহ.) -এর বড় ছেলে মাওলানা উবায়দুর রহমান খান নদভী। তিনি দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। নদভী দাওরায়ে হাদিস সমাপ্ত করেছেন ১৯৮৩ সালে কিশোরগঞ্জ এর জামিয়া ইমদাদিয়া থেকে। এরপর চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে আরবি সাহিত্যে তাখাসসুস করেছেন ১৯৮৪ সালে এবং স্নাতক সম্পন্ন করেছেন ১৯৮৫-৮৬ সালে ভারতের নদওয়াতুল ওলামায়। এম.এ ডিগ্রী নিয়েছেন ১৯৯৪ সালে। এরই মাঝে আবার ১৯৮৫ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি দাওয়াহ ও সংস্কৃতির ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১৯৯২ সালে রাষ্ট্র ও রাজনীতি বিজ্ঞানে ডিপ্লোমা করেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে মিডিয়ার ওপর আরো একটি গুরুত্বপূর্ণ কোর্সও করেছেন জনাব নদভী। উবায়দুর রহান খান নদভীর পিতার নাম মাওলানা আতাউর রহমান খান এবং মাতার নাম মুরশিদা-ই-আমিনা। ১৯৬৬ সালের ২৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জের জামিয়া রোডস্থ নূর মঞ্জিলে জন্মগ্রহণ করেন নদভী। ২৫ বছর যাবৎ জুমআর নামাজের খতিব হিসেবে দায়িত্বরত রয়েছেন ঢাকার মিরপুরস্থ মদিনা নগর মসজিদে। ১৯৭৮ সালে দৈনিক আল-আজাদে মাওলানা উবায়দুর রহমান খান নদভীর প্রথম লেখা প্রকাশিত হয়। লেখার নাম ছিলো সাহিত্য সাধনা। গুণী এই মানুষটি অর্জন করেছেন বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ পদক, শুরূক সাহিত্য পদক, শিকড় সম্মননা পদক, আদর্শ নারী গুণীজন সম্মাননা এবং মারকাজুত তাহফিজ সম্মাননা তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য।